Top 5 Private Scholarships for School & College Students In India 2025 : Get ₹15,000 to ₹1.75 Lakh🤑
ভারতবর্ষের প্রায় প্রতিটা ছাত্রছাত্রীরই স্বপ্ন থাকে সঠিকভাবে পড়াশোনা করে একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার। কিন্তু যেটা তাদের এই স্বপ্নের পথে মূল সমস্যা হয়ে দাঁড়ায় সেটা হলো পারিবারিক আর্থিক সমস্যা। আর্থিক সমস্যার কারণে বেশিরভাগ ছাত্রছাত্রীই সঠিকভাবে নিজের পড়াশোনা চালিয়ে নিয়ে যেতে পারেনা। ছাত্র-ছাত্রীদের এই সমস্যা দূর করতে বিভিন্ন সরকারি স্কলারশিপের (Government Scholarships) পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা বা প্রতিষ্ঠান বিভিন্ন স্কলারশিপ নিয়ে এগিয়ে আসে। আজ আমরা ভারতের এমনই সেরা ৫ টি বেসরকারি স্কলারশিপ (Top 5 Private Scholarship In India) সম্পর্কে জানাবো যেগুলো স্কুল-কলেসের ছাত্র ছাত্রীদের প্রতিবছর মোটা অংকের আর্থিক সহায়তা প্রদান করে থাকে।
1.HDFC Educational Crisis Scholarship 2025
ভারতের বেসরকারি স্কলারশিপ গুলোর মধ্যে অন্যতম হলো এইচডিএফসি এডুকেশন ক্রাইসিস স্কলারশিপ, যেটা কিনা এইচডিএফসি ব্যাংকের তরফে চালানো হয়। এইচডিএফসি এডুকেশনাল ক্রাইসিস স্কলারশিপে মূলত ষষ্ঠ শ্রেণি থেকে শুরু করে পোস্ট গ্রেজুয়েশনের শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। ভারতে বা বিশেষ করে পশ্চিমবঙ্গে যে সমস্ত সরকারি স্কলারশিপ রয়েছে, সেই সমস্ত স্কলারশিপে যে অর্থ প্রদান করা হয়, এইচডিএফসি এডুকেশনাল ক্রাইসিস স্কলারশিপেও সম পরিমাণ অর্থই ছাত্রছাত্রীদের প্রদান করা হয়। ১৫ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৭৫ হাজার টাকা পর্যন্ত এই স্কলারশিপে ছাত্রছাত্রীদের দেওয়া হয়ে থাকে।
▪ HDFC এডুকেশনাল ক্রাইসিস স্কলারশিপ থেকে কত টাকা দেওয়া হয়?
প্রথমে উল্লেখ করা হলো এই স্কলারশিপ ষষ্ঠ শ্রেণি থেকে শুরু করে একদম পোস্ট গ্রেজুয়েশন পর্যন্ত দেওয়া হয়ে থাকে। এইচডিএফসি এডুকেশনাল ক্রাইসিস স্কলারশিপে মূলত ছাত্র-ছাত্রীদের শ্রেণী অনুযায়ী স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে।
▪ স্কলারশিপের যোগ্যতা বা শর্তাবলীঃ সরকারি স্কলারশিপের মতো বেসরকারি স্কলারশিপের ক্ষেত্রে বিশেষ করে এসডিএফসি এডুকেশনাল ক্রাইসিস স্কলারশিপের বেশ কিছু শর্তাবলী রয়েছে। স্কলারশিপের শর্তাবলির মধ্যে উল্লেখযোগ্য হলো- ১) আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। ২) শিক্ষাবর্ষে বিগত বছরের পরীক্ষায় অন্ততপক্ষে তার ৫৫ শতাংশ নম্বর পেতে হবে। ৩) আবেদনকারী পারিবারিক বার্ষিক আয় অবশ্যই ২.৫ টাকার মধ্যে হতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ- ৪) যাদের পরিবারের বিগত তিন বছরে কোনো পারিবারিক সংকট দেখা দিয়েছে,, যেমন-পিতা বা মাতার চাকরি চলে যাওয়া, পরিবারে হটাৎ বেকারত্ব চলে আসা, পিতা বা মাতার মৃত্যু ঘটা, অর্থাৎ এমন কোনো ঘটনা ঘটেছে যার ফলে শিক্ষার্থীর পড়াশোনার ওপর গভীর প্রভাব দেখা দিয়েছে, সেই সমস্ত ছাত্র-ছাত্রীরাই এই স্কলার্শিপের জন্য আবেদন জানাতে পারে। ▪ HDFC Educational Crisis Scholarship-আবেদন প্রক্রিয়াঃ এইচডিএফসি এডুকেশনাল ক্রাইসিস স্কলার্শিপের জন্য ছাত্র-ছাত্রীদের অনলাইনে আবেদন জানাতে হবে। ইউটিউবে আবেদন প্রক্রিয়া সম্পর্কে সম্পর্কে অনেক ভিডিও বা টিউটোরিয়াল রয়েছে,সেগুলো দেখে আবেদনে যোগ্য ছাত্র-ছাত্রীরা খুব সহজেই আবেদন জানাতে পারবেন। ভি মার্ট ফাউন্ডেশনের দ্বারা পরিচালিত ভারতের এই বিশেষ স্কলারশিপ শুধুমাত্র সেই সমস্ত ছাত্র ছাত্রীদের জন্যই যারা পড়াশোনার অত্যন্ত মেধাবি কিন্তু পারিবারিক আর্থিক অবস্থা সেভাবেও সচ্ছল নয়। দশম শ্রেণীর পড়াশোনা সফলভাবে শেষ করার পর যারা বর্তমানে একাদশ শ্রেণীতে নতুন ভর্তি হয়েছে তাদের জন্য রয়েছে ভি মার্ট উজ্জ্বল ভবিষ্য স্কলারশিপ। ▪ উল্লেখ্য যে ভি মার্ট ফাউন্ডেশনের উজ্জ্বল ভবিষ্য স্কলারশিপ থেকে ছাত্র এবং ছাত্রীদের একবারই বার্ষিক মোট ১০ হাজার টাকা স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে। এই ১০,০০০ টাকা ছাত্রছাত্রীরা নিজের বই খাতা কেন এবং পড়াশোনার অন্যান্য খরচ মেটাতে ব্যবহার করতে পারে। ▪ স্কলারশিপ এর যোগ্যতা শর্তাবলী এবং প্রদত্ত আর্থিক সহায়তাঃ অন্যান্য সরকারি-বেসরকারি স্কলারশিপের মতো ভি মার্ট ফাউন্ডেশনের এই বিশেষ স্কলারশিপের ক্ষেত্রেও আবেদনকারী ছাত্র-ছাত্রীদের জন্য কিছু শর্তাবলী রাখা হয়েছে। শর্তাবলীর মধ্যে উল্লেখযোগ্য হলো- ১) আবেদনকারী শিক্ষার্থীকে অবশ্যই দশম শ্রেণীর পরীক্ষায় বা মাধ্যমিক পরীক্ষায় ৭০% শতাংশ নম্বর পেতে হবে।
২) আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় অবশ্যই দুই লক্ষ টাকার মধ্যে হতে হবে। ৩) মাধ্যমিক পাস করার পর তাকে অবশ্যই একাদশ শ্রেণীতে ভর্তি হতে হবে। ৪) শিক্ষার্থীকে (WBBSE/CBSE/ICSE/ বা নিজস্বState Board) থেকে পাশ হতে হবে। ▪ আবেদন পদ্ধতিঃ অন্যান্য স্কলারশিপের মতো উজ্জ্বল ভবিষ্য স্কলারশিপেও তোমাদের অনলাইনে আবেদন জানাতে হবে। অনলাইন আবেদন জানানোর জন্য তোমরা নিচে দেওয়া অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে সেখান থেকে অনলাইন আবেদন জানাতে পারো। Colgate-Palmolive India দ্বারা পরিচালিত ভারতের এই বিশেষ স্কলারশিপটি উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তর এবং স্নাতক স্তরের পড়ুয়াদের প্রতি বছর মোটা অঙ্গের আর্থিক সহায়তা প্রদান করে থাকে। যারা দশম শ্রেণীর পাশ করে বর্তমানে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে সেই সমস্ত ছাত্রছাত্রীরা এবং যারা দ্বাদশ শ্রেণী পাস করে বর্তমানে কলেজের স্নাতক করে প্রবেশ করেছে,সেই সমস্ত ছাত্রছাত্রীরা এই বেসরকারি স্কলারশিপের সুবিধা পেয়ে থাকে। ▪ স্কলারশিপের শর্তাবলী / যোগ্যতাঃ ১) যারা একাদশ শ্রেণীতে স্কলারশিপের জন্য আবেদন জানাচ্ছে তাদের দশম শ্রেণীতে অন্ততপক্ষে ৭৫ শতাংশ নম্বর পেতে হবে। ২) একাদশ শ্রেণীতে অবশ্যই স্কুলে নিয়মিত থাকতে হবে। ৩) যারা স্নাতক স্তরের পড়ুয়া তাদের অবশ্যই দশম শ্রেণীতে সাহিত শতাংশ নম্বর পেতে হবে। ৪) সরকার স্বীকৃত যে কোন শিক্ষা প্রতিষ্ঠানে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে থাকতে হবে। ৫) আবেদন কারীর পারিবারিক বার্ষিক আয় অবশ্যই পাঁচ লক্ষ টাকার মধ্যে হতে হবে। ▪ স্কলারশিপের পরিমাণঃ কীপ ইন্ডিয়া স্মাইলিং ফাউন্ডেশন স্কলারশিপের একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে মোট দু'বছর, কুড়ি হাজার টাকা হিসেবে ৪০,০০০/- টাকা এবং স্নাতক স্তরে বার্ষিক ৩০,০০০ টাকা হিসেবে তিন বছর মোট ৯০,০০০/- টাকা দেওয়া হয়ে থাকে। ▪ আবেদন পদ্ধতি || Application Process :- এই স্কলারশিপের জন্য ছাত্র-ছাত্রীদের অনলাইন আবেদন জানাতে হবে। আবেদনের জন্য নিচের Apply Now বাটনে ক্লিক করতে পারো। প্রথমেই বলে রাখা ভালো এই স্কলারশিপ টি স্কুল স্তরের ছাত্র-ছাত্রীদের জন্য নয়। স্কুল শেষ করে যারা বর্তমানে স্নাতক স্তরে পড়াশোনা করছে, সেটা যেন শাখা হতে পারে- বিজ্ঞান, কলা বা বাণিজ্য.. স্নাতক স্তরের মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্যই রিলায়েন্স ফাউন্ডেশনের এই বিশেষ স্কলারশিপ। রিলায়েন্স ফাউন্ডেশন স্কলার্শিপে যারা বর্তমানে আর্ট / কমার্স বা সাইন্স বিভাগে আন্ডার গ্রাজুয়েট স্তরে রয়েছে,তাদের সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত বৃওি প্রদান করা হয়ে থাকে। ▪ স্কলারশিপের শর্তাবলী / যোগ্যতাঃ রিলায়েন্স ফাউন্ডেশন আন্ডারগ্রাজুয়েট স্কলারশিপে ছাত্র-ছাত্রীদের জন্য বেশ কিছু শর্তাবলী রাখা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো- ১) আবেদন কারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। ২) দ্বাদশ শ্রেণীতে বা উচ্চমাধ্যমিকে অন্ততপক্ষে ৬০ শতাংশ নম্বর পেতে হবে। ৩) সরকার স্বীকৃত যেকোনো কলেজ বা ইউনিভার্সিটিতে পাঠরত হতে হবে। ৪) আবেদনকারীর পারিবারিক বার্ষিক মোট আয় আড়াই লক্ষ টাকা থেকে শুরু করে ১৫ লক্ষ টাকার মধ্যে হতে হবে। ▪ আবেদন প্রক্রিয়া || Application Process :- রিলায়েন্স ফাউন্ডেশন আন্ডারগ্রাজুয়েট স্কলারশিপে আবেদনযোগ্য ছাত্র-ছাত্রীদের সম্পূর্ণ অনলাইনে আবেদন জানাতে হবে। আবেদনের জন্য নিচে দেওয়া Apply Now বাটনে ক্লিক করে সরাসরি অফিশিয়াল পোর্টাল ভিজিট করেn প্রথমে সেখানে তাদের ইমেইল আইডি এবং পাসওয়ার্ড সহ রেজিস্ট্রেশন করে নিতে হবে। দ্বিতীয় ধাপের পূনরায় ওয়েবসাইট লগইন করে অনলাইন আবেদন জানাতে হবে। ইউটিউবে এই সম্পর্কে বহু টিউটোরিয়াল রয়েছে সেগুলো দেখে খুব সহজেই আবেদন জানাতে পারেন। ** উল্লেখ্য যে, যেসকল ছাত্র-ছাত্রী এই স্কলারশিপের জন্য আবেদন করেন, তাদের মূলত শিক্ষাগত যোগ্যতা, একাডেমিক রেকর্ডস এবং বিশেষ কিছু ক্ষেত্রে সাক্ষাৎকার এবং অনলাইন টেস্ট বা ইন্টারভিউএর ভিত্তিতেই বাছাই করেই টাকা টা দেওয়া হয়। ভারতের বেসরকারি স্কলারশিপ গুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় স্কলারশিপ হলো আদিত্য বিরলা স্কলারশিপ। প্রথমেই স্পষ্ট করে বলে দেওয়া ভালো, আদিত্য বিরলা গ্রুপের স্কলারশিপ শুধুমাত্র সেই সমস্ত শিক্ষার্থীদেরই প্রদান করা হয়,যারা ভবিষ্যতের তাদের নিজস্ব ক্ষেত্রে লিডার হিসেবে উঠে আসার ক্ষমতা রাখে। অর্থাৎ যারা অত্যন্ত মেধাবী শুধুমাত্র সেই সমস্ত ছাত্র-ছাত্রীরাই আদিত্য বিরলা করার স্কলারশিপ পেতে পারেন। ▪ কাদের আদিত্য বিরলা স্কলারশিপ দেওয়া হয়ে থাকে? প্রথমে উল্লেখ করা হয়েছে যে সকল ছাত্র-ছাত্রী আদিত্য বিরলা স্কলারশিপের সুবিধা পাবে না। তাহলে প্রশ্ন আসে কারা স্কলারশিপের সুবিধা পাবে? উত্তর হলো ভারতের সকল নামকরা বা টপ রেংকিং কলেজ/ ইনস্টিটিউট এবং ইউনিভার্সিটিতে যারা টপার এবং যাদের একাডেমিক রেকর্ডস এবং স্কোর অত্যন্ত ভালো বা সর্বোচ্চ স্তরে রয়েছে, MBA, LAW এবং Engineering নিয়ে যারা ভারতের টপ রাঙ্কিং কলেজ ইন্সটিটিউট বা ইউনিভার্সিটি তে পড়াশোনা করছে শুধুমাত্র সেই সমস্ত শিক্ষার্থীরাই আদিত্য বিরলা স্কলারশিপের সুবিধা পাবেন। ▪ আবেদন পদ্ধতিঃ আদিত্য বিরলা স্কলারশিপে ৬৫ হাজার টাকা থেকে শুরু করে ১ লক্ষ ৭৫ হাজার টাকা পর্যন্ত বৃত্তি প্রদান করা হয়ে থাকে। এবার এই বিশাল অংকের স্কলারশিপ পাওয়া যেহেতু চারটে খানিক কথা নয়? সেই কারণে আদিত্য বিরলা গ্রুপের মেম্বাররা ভারতের সেই সমস্ত টপ রাঙ্কিং কলেজের টপারদের শর্ট লিস্টিং এর মাধ্যমে বাছাই করে, তাদের সরাসরি ব্যক্তিগত সাক্ষাৎকার এবং পার্সোনালিটি টেস্টের ভিত্তিতে স্কলারশিপ দিয়ে থাকে।
ক্লাস / শ্রেণি
অর্থের পরিমাণ
ষষ্ঠ শ্রেণি পর্যন্ত
১৫,০০০/-
সপ্তম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত
১৮,০০০/-
বিভিন্ন প্রফেশনাল কোর্স
১৮,০০০/-
আন্ডার গ্র্যাজুয়েট স্তর (UG)
৩০,০০০/-
আন্ডার গ্র্যাজুয়েট (Professional)
৫০,০০০/-
পোস্ট গ্র্যাজুয়েট (Non-Professional)
৩৫,০০০/-
পোস্ট গ্র্যাজুয়েট (Professional)
৭৫,০০০/-
▪ Official Website : Click Here
2. V-Mart Ujjwal Bhavishya Scholarship 2025
▪ Official Website : Apply Now
3.Keep India Smiling Foundational Scholarship by Colgate-Palmolive
▪ Official Website : Apply Now
4. Reliance Foundation Undergraduate Scholarships 2025
▪ Official Website : Apply Now
5. Aditya Birla Scholarship 2025.
▪ এখানে ক্লিক করো : পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য সেরা 5টি সরকারি স্কলারশিপ
Post a Comment