🔥📒25+ MCQ With Free PDF Download : বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ🔥

madhyamik-geography-1st-chapter-mcq-with-free-pdf

WBBSE Class 10 Geography 1st Chapter-25+ MCQ-Free PDF Download 

দশম শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপে তোমাদের বহির্জাত প্রক্রিয়া এবং বিভিন্ন প্রকার বহির্জাত শক্তির বিভিন্ন ধরনের কার্য সম্পর্কে তোমাদের পড়তে হবে। আজ আমরা এই অধ্যায়ের অন্তর্গত বহির্জাত প্রক্রিয়া এবং সকল বহির্জাত শক্তির কার্য সম্পর্কিত সবচেয়ে গুরুত্বপূর্ণ  25+ MCQ প্রশ্ন উত্তর PDF সহ তোমাদের জন্য শেয়ার করলাম। 



1. বহির্জাত শক্তি গুলির মূল উৎস কী?

(a) নদী

(b) বায়ু

(c) সূর্য

(d) হিমবাহ

উত্তর: (c) সূর্য


2. যে উচ্চভূমি পাশাপাশি অবস্থিত দুই বা ততোধিক নদী অববাহিকাকে পৃথক করে তাকে কি বলা হয়?

(a) ধারণ অববাহিকা

(b) জলবিভাজিকা

(c) নদী অববাহিকা

(d) দোয়াব

উত্তর: (b) জলবিভাজিকা


3. অবস্থান অনুসারে হিমবাহকে কয় ভাগে ভাগ করা যায়?

(a) দুই ভাগে

(b) তিন ভাগে

(c) চার ভাগে

(d) পাঁচ ভাগে

উত্তর: (b) তিন ভাগে


4. পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ কোনটি?

(a) ল্যাম্বার্ট

(b) আলাস্কার হুবার্ট

(c) আলাস্কার ম্যালাস্পিনা

(d) সিয়াচেন

উত্তর: (c) আলাস্কার ম্যালাস্পিনা


5. হিমবাহ এবং তুষারাবৃত্ত পর্বতগাত্রের মধ্যে যে গভীর ফাটল দেখা যায় তাকে বলা হয়-

(a) ক্রেভাস

(b) বার্গস্ফুন্ড

(c) হিমশৈল

(d) হিমরেখা

উত্তর: (b) বার্গস্ফুন্ড


6. মাশরুম রক ভূমিরূপটি হলো-

(a) জিউগেন

(b) বার্খান

(c) গৌড়

(d) ইয়ার্দাং

উত্তর : (c) গৌড়


7. কোন প্রক্রিয়ায় নদী সবচেয়ে বেশি পরিমাণে ক্ষয় করে?

(a) দ্রবণ

(b) অবঘর্ষ

(c) লম্ফদান

(d) জলপ্রবাহ জনিত হয়

উত্তর: (b) অবঘর্ষ


8. পর্বতের গায়ে যে রেখার নিচে বরফ গলে জলে পরিণত হয় তা হল-

(a) হিমশৈল

(b) গ্রামরেখা

(c) হিমবাহ

(d) হিমরেখা

উত্তর: (d) হিমরেখা


9. পৃথিবীর দীর্ঘতম খাড়ি গড়ে উঠেছে কোন নদীর মোহনায়?

(a) ওব

(b) ইয়াংসি কিয়াং

(c) নিল

(d) ইনিসি

উত্তর: (a) ওব


10. পাখির পায়ের মতো আঁকৃতির বদ্বীপ দেখা যায়—

(a) নীলনদের মোহনায়

(b) সিন্ধু নদীর মোহনায়

(c) মিসিসিপি মৌসৌরি নদীর মোহনায়

(d) হোয়াংহো নদীর মোহনায়

উত্তর: (c) মিসিসিপি মৌসৌরি নদীর মোহনায়


11. হিমবাহের সঞ্চয় কাজের ফলে সৃষ্ট উল্টানো নৌকার মতো দেখতে ভূমিরূপ গুলি হল-

(a) এসকার

(b) ড্রামলিন

(c) রসেমতানে

(d) গ্রাবরেখা

উত্তর: (b) ড্রামলিন


12. বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপটি হলো-

(a) গৌর

(b) ড্রামলিন

(c) ইনসেলবার্জ

(d) বাজাদা

উত্তর: (d) বাজাদা


13. যে প্রক্রিয়ায় ভূমি ভাগের উচ্চতা হ্রাস ঘটে তা হল-

(a) আবহবিকার

(b) আরোহন

(c) অবরোহণ

(d) পর্যায়ন

উত্তর: (c) অবরোহণ


14. মরু অঞ্চলে বায়ুর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট বিচ্ছিন্ন পাহাড় গুলিকে বলা হয়-

(a) মেসা ও বিউট

(b) ইনসেলবার্জ

(c) গৌর

(d) মোডাননক

উত্তর: (b) ইনসেলবার্জ


15. নদীর নিক পয়েন্টের মধ্যে যার সৃষ্টি হয় তা হল—

(a) জলপ্রপাত

(b) পলল শঙ্কু

(c) অশ্বক্ষুরাকৃতি হ্রদ

(d) প্লাবনভূমি

উত্তর: (a) জলপ্রপাত


16. পৃথিবীর বৃহত্তম নদীগঠিত দ্বীপ হল—

(a) মাজুলি

(b) সাগরদ্বীপ

(c) কাকদ্বীপ

(d) ইলহা-দ্য মারাজো

উত্তর: (d) ইলহা-দ্য মারাজো


17. মরুভূমির চলমান বালিয়াড়ি গুলিকে বলা হয়—

(a) প্লায়া

(b) ধ্রিয়ান

(c) ওয়াদি

(d) শটস

উত্তর: (b) ধ্রিয়ান


18. মহাদেশীয় হিমবাহ অঞ্চলে বরফ মুক্ত পর্বতের শীর্ষ দেশকে বলা হয়—

(a) এরিটি

(b) সার্ক

(c) নুনাটাকস

(d) বার্গস্ফ্রুন্ড

উত্তর: (c) নুনাটাকস


19. মরুভূমিতে গড়ে ওঠা অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়ি গুলি কে কী বলা হয়?

(a) ইনসেলবার্জ

(b) ওয়াদি

(c) বার্খান

(d) পেডিনেন্ট

উত্তর: (c) বার্খান


20. মরু অঞ্চলের ক্ষুদ্র ক্ষুদ্র লবণাক্ত হ্রদকে বলা হয়

(a) ওয়াদি

(b) শটস

(c) প্লায়া

(d) স্যালিনা

উত্তর: (c) প্লায়া


21. ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি—

(a) গঙ্গোত্রী

(b) যেমু

(c) বল্টারো

(d) সিয়াচেন

উত্তর: (d) সিয়াচেন


22. কেবল বালি দিয়ে গঠিত মরুভূমি সাহারায়____ নামে পরিচিত—

(a) হামাদা

(b) রেগ

(c) আর্গ

(d) সেরীর

উত্তর: (c) আর্গ


23. বার্খান বালিয়াড়ির অপর নাম হলো—

(a) লোয়েস

(b) তির্যক বালিয়াড়ি

(c) সিফ বালিয়াড়ি

(d) পেডিমেন্ট

উত্তর: (b) তির্যক বালিয়াড়ি


24. "ল্যান্ড অফ ফিয়োর্ডস" বলা হয় কাকে?

(a) অস্ট্রেলিয়া

(b) নরওয়ে

(c) জার্মানি

(d) জাপান

উত্তর: (b) নরওয়ে


25. সমুদ্রে ভাসমান বড় বড় বরফের চাঁই হলো—

(a) হিমবাহ

(b) হিমশৈল

(c) ক্রেভাস

(d) করি

উত্তর: (b) হিমশৈল


26. যে প্রক্রিয়ায় ভূমি ভাগের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলা হয়—

(a) আবহবিকার

(b) আরোহন

(c) অবরোহণ

(d) পর্যায়ন

উত্তর: (b) আরোহন


** বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ অধ্যায়ের 25+ MCQ PDF File-টি ডাউনলোড করতে এখানে ক্লিক করো👇

Download Now


Post a Comment

Previous Post Next Post