📗Arts vs Science vs Commerce: Which Stream is Right for You? Complete Guide with Career Options📌📕
মাধ্যমিক পাস করার পর ছাত্র-ছাত্রীদের কাছে এবং তার মাতা পিতার কাছে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সেটা হলো- এবার তাদের কোন স্ট্রিমে যাওয়া উচিত? Arts, Science নাকি Commerce?
আর এই প্রশ্নটা কোনো ছোটখাটো প্রশ্ন নয়। এটা তাদের ভবিষ্যতের সঙ্গে জড়িত প্রশ্ন। এখান থেকেই ঠিক হবে যে তারা ভবিষ্যতে কোন পথে যাবে বা যেতে পারবে, তাদের আগামী জীবন কেমন হতে চলেছে বা হতে পারে। সেই কারণেই মাধ্যমিকের পর Subject / Stream Selection অত্যন্ত ভেবেচিন্তে এবং সবদিক দেখে-শুনে, বুঝেই করা উচিত।।আজকের এই প্রতিবেদনে আমরা ছাত্র-ছাত্রীদের কাছে এই বিষয়টা পরিষ্কার করার চেষ্টা করবো-
• Arts, Science এবং Commerce- কোন স্ট্রীমের ছাত্র-ছাত্রীদের কী ক্যারিয়ার অপশন রয়েছে
• কার, কোন স্ট্রিম বেছে নেওয়া উচিত
• এবং কোন স্টিমের ছাত্র-ছাত্রীদের জন্য কোন কোন সরকারি এবং বেসরকারি চাকরির ক্ষেত্রে বেশি সুযোগ-সুবিধা রয়েছে।
আজকের এই আর্টিকেলে এই বিষয়টা যতটা সম্ভব ততটা বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আশা করি ছাত্রছাত্রীদের কাছে বিষয়টা পরিষ্কার হবে।
** Arts Stream (কলা বিভাগ)
যে সমস্ত ছাত্র-ছাত্রীদের সমাজবিজ্ঞানের বিভিন্ন শাখা যেমন ইতিহাস, ভূগোল,রাষ্ট্রবিজ্ঞান,দর্শন,শিক্ষাবিজ্ঞান সহ বাংলা এবং ইংরেজি সাহিত্য পড়তে ভালো লাগে এবং যাদের পারিবারিক আর্থিক অবস্থা ততটাও সচ্ছল নয়,তাদের কলা বিভাগ বা আর্টস স্ট্রিমের দিকে যাওয়া উচিত। এছাড়াও তোমার যদি সমাজবিজ্ঞানের কোনো একটি বিশেষ বিষয়ের প্রতি অগাধ ভালোবাসা থাকে এবং তুমি সেই বিষয়টি নিয়ে এগিয়ে যেতে চাও, তাহলে হ্যাঁ অবশ্যই তোমার সেই বিষয়টার প্রতি ভালোবাসা রেখে কলা বিভাগে আসা উচিত।
** আর্টসে কোন কোন বিষয়ে পড়ানো হয়?
যারা আর্টস বলতে শুধুমাত্র বাংলা,ইংরেজি,ইতিহাস ভূগোল দর্শন এগুলোই জানো তাদের বলে রাখি,কলা বিভাগে এই বিষয়গুলো ছাড়াও বেশ কিছু বিষয় পড়ানো হয়। একাদশ শ্রেণীতে কলা বিভাগে বা আর্ট স্ট্রিমে-
• অর্থশাস্ত্র (Economics)
• রাজনীতি বিজ্ঞান (Political Science)
• মনোবিজ্ঞান (Psychology)
• শিক্ষাবিজ্ঞান (Education)
• পরিবেশবিদ্যা (EVS)
• ইতিহাস (History)
• দর্শন (Philosophy)
• ভূগোল (Geography) বিষয় গুলো পড়ানো হয়।
** Best Courses For Arts Students :
যারা একাদশ শ্রেণীতে কলা বিভাগের সিমে ভর্তি হয়েছো তাদের উচ্চ মাধ্যমিকের পর বা দ্বাদশ শ্রেণীর পর নিম্নলিখিত কোর্স গুলো করার সুযোগ থাকবে। যথা-
• B.A (Bachelor Of Arts) : এটি হলো বিশেষ একটি কোর্স যেটা সাধারণত তিন থেকে চার বছরের মধ্যে হয়ে থাকে। এখানে তুমি সমাজবিজ্ঞানের কোনো একটি Subject নিয়ে পড়াশোনা করে স্নাতক (Graduate) হতে পারো। বড়ো বড়ো চাকরির পরীক্ষা গুলো দিতে চাইলে তোমাকে এই কোর্স করতে হবে।
• BJMC : যারা ভবিষ্যতে সাংবাদিক বা সাংবাদিকতার সঙ্গে জড়িত কোনো পেশার দিকে যেতে চাও, তারা আর্টস নিয়ে পড়াশোনা করে ভবিষ্যতে Bachelor Of Journalism & Mass Communication (BJMC) করতে পারবে।
• B.A (Hons) : যারা কলা বিভাগের কোনো একটি সাবজেক্টে বিশেষ জ্ঞান অর্জন করে শিক্ষকতার পেশার দিকে যেতে চাও, তাদের হাতে সুযোগ থাকবে B.A Hons. Course করার।
▪ Digital Courses : একজন আর্টসের স্টুডেন্ট হিসেবে তুমি যেকোনো সময় অনলাইনে Graphics Designing, Freelancing, Affiliate Marketing, Video Editing, Content Writing, এই ধরনের কিছু কোর্স করতে পারো।
এছাড়াও তোমার হাতে-
• Arts, Drawing, Painting এর জন্য থাকবে ব্যাচেলর অফ ফাইন আর্টস (BFA),
• আইনি পেশার দিকে যেতে চাইলে LLB Course করার সুযোগ সহ অন্যান্য বেশ কিছু কোর্স করার সুযোগ পাবে।
** Best Career Options For Arts Students
আর্টস নিয়ে উচ্চ মাধ্যমিক দিয়ে বা কলেজ শেষ করে আর্টসের একজন ছাত্র বা ছাত্রীর কাছে নিম্নলিখিত ক্যারিয়ার অপশন গুলো থাকে। যথা-
▪ Civil Services : IAS, IPS, WBCS (BDO, SDO) Officer
▪ Education : Teacher, Professor, Education Consultant
▪ Journalism : Reporter, News Editor, TV News Anchor, Content Writer
▪ Law : Advocate, Legal Advisor, Judiciary Exams
▪ Govt Competitive Exams : UPSC / WBCS / SSC / WBP / KP / Railway Etc.
▪ Digital Field : Blogger, Content Writer, Designer.
সুতরাং, যদি তোমার মধ্যে- IAS, IPS, WBCS সহ এই ধরনের কোনো সিভিল সার্ভিসের উচ্চপদস্থ অফিসার হওয়ার স্বপ্ন থেকে থাকে, যদি তোমার মধ্যে আইনি পেশা যেমন উকিল, লিগ্যাল, অ্যাডভাইজার হওয়ার ইচ্ছা থাকে অথবা যদি তুমি পশ্চিমবঙ্গ পুলিশ বা কলকাতা পুলিশের একজন হয়ে সমাজের সেবা করতে চাও বা উপরে যেসব প্রফেশন বা ক্যারিয়ারের কথা বললাম,সেগুলোর কোনো একটিতে যাওয়ার ইচ্ছা থেকে থাকে তাহলে তুমি অবশ্যই Arts নিয়ে পড়াশোনা করতে পারো।
**Science Stream (বিজ্ঞান বিভাগ) After 10th Class / Madhyamik
যে সমস্ত ছাত্রছাত্রীদের মনে জিজ্ঞাসু চিন্তাভাবনা বা একটু বিজ্ঞানমনস্ক মনোভাব রয়েছে এবং যাদের গণিত, পদার্থবিদ্যা, জীববিদ্যা বা বিজ্ঞানের এই বিষয়গুলোর প্রতি অগাধ আগ্রহ রয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা বিশেষ করে ডাক্তার,ইঞ্জিনিয়ার বা এই ধরনের কোনো হাই প্রফেশনে যাওয়ার ইচ্ছে বা লক্ষ্য রয়েছে, তাদের অবশ্যই সায়েন্স স্ট্রিমে যাওয়া উচিত।
▪ Science Subject ; মাধ্যমিকের পর যারা একাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগের ভর্তি হবে তাদের মূলত Physics, Chemistry, Maths & Biology, Computer Science- বিষয়গুলো পড়তে হবে। কোন ছাত্র-ছাত্রীদের কোন দিকে যাওয়া উচিত বা কোন দিকে গেলে তোমার হাতে কী ক্যারিয়ার অপশন থাকবে সে বিষয়টা সংক্ষিপ্তভাবে তুলে ধরা হলো।
** Career Options For PCM, PCB Students ;
▪ একাদশ শ্রেণীতে সাইন্স নিয়ে যখন তুমি Science Stream-এ ভর্তি হবে তখন তোমার হাতে সায়েন্সর মধ্যেই দুটো Subject Combination থাকবে।
• প্রথমটি হলো Physical, Chemistry & Mathematics (PCM) এবং
• দ্বিতীয়ত হলো- Physical, Chemistry & Biology (PCB)
এবার তুমি কোন কোন সাবজেক্ট নিয়েছো সেটার উপরেই নির্ভর করে ভবিষ্যতে তোমার কী কী কারিয়ার অপশন থাকবে বা তুমি কোন দিকে যেতে পারবে।
** Popular Courses / Career Options For PCM Students :
এবার যারা একাদশ শ্রেণীতে ফিজিক্স,কেমিস্ট্রি এবং ম্যাথ (PCM) এই সাবজেক্ট গুলো নেবে, তাদের জন্য নিম্নলিখিত ক্যারিয়ার অপশন থাকবে। যথা-
• B.E : (Mechanical, Civil, etc.)
• B.Sc (Bachelor Of Science) (Physics, Chemistry, Math)
• NDA (National Defence Academy)
• BCA : (Computer Applications)
• B.Arch : (Architecture)
সুতরাং যারা সিভিল,মেকানিক্যাল,কম্পিউটার ইঞ্জিনিয়ারিং হতে চাও, যারা আর্কিটেক্ট হতে চাও বা যাদের অ্যাপ ডেভেলপার হওয়ার স্বপ্ন রয়েছে তারা অবশ্যই একাদশ শ্রেণীতে PCM সাবজেক্ট কম্বিনেশন নিতে পারো।
** Popular Courses / Career Options For PCB Students :
এবার আসা যাক তাদের কথায় যারা ছোটবেলা থেকেই স্বপ্ন দেখে ডাক্তার, নার্সিং অথবা ফার্মাসি এই ধরনের কোনো একটি প্রফেশনে যাওয়ার স্বপ্ন দেখে। যাদের এই ধরনের কোন একটি স্বপ্ন বা লক্ষ্য রয়েছে তাদের অবশ্যই একাদশ শ্রেণীতে সাইন্সে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি (PCB) এই সাবজেক্ট কম্বিনেশন রাখতে হবে।। ক্লাস ইলেভেনে যাদের PCB সাবজেক্ট কম্বিনেশন থাকবে, তাদের হাতে ভবিষ্যতে মূলত নিম্নলিখিত কারিয়ের অপশন বা কোর্সগুলো করার সুযোগ থাকবে। যথা-
• ডাক্তারি কোর্স : MBBS / BDS / BHMS / BAMS
• নার্সিং কোর্স : B.Sc Nursing / BMLT / Paramedical
• Pharmacy : B.Pharm / D.Pharm. এছাড়াও-
• B.Sc Biotechnology / Microbiology তে যাওয়ার সুযোগ থাকবে তোমার হাতে।
* Best Career Options For Computer Science Students :
যাদের ডাক্তার,ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন বা ইচ্ছে নেই বা যারা এই ধরনের কোনো প্রফেশনে যেতে চাওনা, যাদের এই বিষয়গুলোর থেকে বাইরে বেরিয়ে একেবারে কম্পিউটার জগতের- Computer System, Programming Languages (Coding), Web Development, Data Structure-এর মতো বিষয়ে প্রচুর পরিমাণে আগ্রহ বা যাদের এই বিষয়গুলো খুব ভালো লাগে,তারা কম্পিউটার সাইন্সের (Computer Science) দিকে যাতে পারো।
** যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বে তাদের হাতে ভবিষ্যৎ মূলত-
১) ওয়েব ডেভেলপার,
২) অ্যান্ড্রয়েড ডেভেলপার
৩) কম্পিউটার আর্কিটেকচার
৪) প্রোগ্রামার হওয়া সহ আর কিছু সম্ভব ক্যারিয়ার অপশন থাকবে।
এক কথায় একাদশ শ্রেণীতে যারা বিজ্ঞান বিভাগে ভর্তি হবে তাদের হাতে মূলত-
• ডাক্তার,ইঞ্জিনিয়ার,রিসার্চর,সাইন্টিস্ট,ফার্মাসিস্ট
• অ্যান্ড্রয়েড ডেভেলপার, ডেটা সায়েন্টিস্ট,সাইবার সিকিউরিটি এক্সপার্ট,
• নার্স, ল্যাব টেকনিশিয়ান, আর্মি অফিসার সহ অন্যান্য বেশ কিছু ক্যারিয়ার অপশন থাকবে।
** Commerce Stream After Madhyamik / Class 10
** মাধ্যমিকের পর বেশিরভাগ ছাত্রছাত্রী চলে যায় আর্টস বিভাগের দিকে, কিছু চলে যায় সায়েন্সের দিকে এবং মাঝখানে যারা পড়ে থাকে তারাই বেছে নেয় কমার্স। এরকম টাই সমাজের বেশিরভাগ মানুষ ভেবে থাকেন। তবে এটা একেবারেই নয়। ভারতের সবচেয়ে জনপ্রিয় কোর্সগুলোর মধ্যে একটি হলো কমার্স (Commerce). যে সমস্ত ছাত্র-ছাত্রীরা- Business, Finance, Banking, Accounting, Management Sector-এ নিজের সুন্দর ভবিষ্যৎ চুরি করতে চায় তাদের মূলত কমার্সের দিকে যাওয়া উচিত।
** Popular Courses For Commerce Students
বর্তমানে যারা কমার্স নিয়ে পড়াশোনা করবে ভাবছো উচ্চমাধ্যমিক শেষ করার পর তোমাদের হাতে নিম্নলিখিত জনপ্রিয় কোর্স গুলো করার সুযোগ থাকবে। যেমন-
১) Bachelor Of Commerce (B.Com)
২) C.A (Chartered Accountant)
৩) BBA / BMS
৪) CMA (Cost Management Accountant
৫) Digital Marketing / E- Commerce Courses
৬) CS (Company Secretary).
** Best Career Options For Commerce Students
▪ Accounting & Finance : CA, CMA, CFO, Auditor, Accountant.
▪ Banking / Insurance : Bank PO, Clerk, Insurance Advisor, Manager.
▪ Government Sector : Income Tax, GST Officer, SSC, Railway,
▪ Business & Management : MBA, Project Manager, HR Executive.
▪ E Commerce / Digital Marketing : Digital Marketer, Seo Expert.
আশা করি তোমরা বুঝতে পেরেছ কমার্স স্ট্রিমের ছাত্র-ছাত্রীদের জন্যেই জীবনে প্রচুর পরিমাণে ক্যারিয়ার অপশন রয়েছে।
সুতরাং তুমি মাধ্যমিক পাস করার পর Science, Arts & Commerce যাই নাও না কেন তোমার হাতে জীবনে করার মতো অনেক কিছুই রয়েছে। এবং সাইন্স, আর্টস এবং কমার্স-প্রতিটি স্ট্রিমের-ই আলাদা আলাদা গুরুত্ব এবং ভালো খারাপ দিক রয়েছে এবং সমাজে এই প্রতিটি সাবজেক্ট নিয়ে পড়া মানুষেরই প্রয়োজন আগেও ছিল, এখনো রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।
Best Online Courses For Students In 2025 (For Online Income)
Post a Comment