📔5 Best Autobiographies Every Student Must Read (You Can Buy and Order Online)


top-5-autobiographies-every-student-should-read-for-knowledge-and-inspiration

আত্মজীবনীমূলক গ্রন্থ পড়ার ব্যাপারটা অনেক টা অন্যের কাঁধে চড়ে দুনিয়া দেখার মতো। যেখানে তুমি অন্যের অভিজ্ঞতা,জ্ঞান, বুদ্ধি, চিন্তাশক্তির মধ্যে দিয়ে নিজে দুনিয়া দেখার সুযোগ পাবে।। সেই কারণে শিক্ষক-শিক্ষিকারা অনেক সময় আমাদের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির জন্য আত্মজীবনী বা জীবনী মূলক গ্রন্থ পড়ার কথা বলেন। আজ আমি তোমাদের সেরকমই পাঁচটি আত্মজীবনীমূলক গ্রন্থ সম্পর্কে বলবো যেগুলো আমার মনে হয় ছাত্র জীবনে তোমাদের প্রত্যেকেরই পড়ে দেখা উচিত।



1.Long Walk to Freedom – Nelson Mandela


ছাত্র জীবনে যদি তুমি শিখতে চাও যে কিভাবে নিজের ধৈর্য, সহনশীলতা এবং আত্মবিশ্বাস দিয়ে জীবনের সব বাঁধাবিপত্তি পার হওয়া যায়, তাহলে জীবনের এই গুরুত্বপূর্ণ শিক্ষা লাভ করার জন্য তোমার নেলসন ম্যান্ডেলার আত্মজীবনী 'Long Walk to Freedom' পড়া উচিত। নেলসন ম্যান্ডেলার আত্মজীবনী হলো স্বাধীনতা, ন্যায় এবং মানবাধিকারের জন্য আজীবন সংগ্রামের দলিল। দক্ষিণ আফ্রিকার বর্ণ বৈষম্য,তার বিরুদ্ধে লড়াই করা এবং তারপর দীর্ঘ ২৭ বছরের কারাগার থেকে দক্ষিণ আফ্রিকার প্রথম Black President হওয়া, এই সবই তিনি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে তুলে ধরেছেন। বইটি পড়লে এক কথায় তোমরা নেলসন ম্যান্ডেলার শৈশব, শিক্ষা জীবনসহ,রাজনৈতিক সচেতনতা এবং তার জীবনের দীর্ঘ কারাবাসের অভিজ্ঞতা সহ প্রেসিডেন্ট হওয়ার যে যাত্রাপথ- সেটা খুব সুন্দর ভাবে জানতে এবং বুঝতে পারবে। 

▪ Want to read it? You can buy this book online anytime.


2. Playing It My Way- Sachin Tendulkar


জীবনে নিচের লক্ষ্যকে সঠিকভাবে চিনে নেওয়া ও সেই লক্ষ্যের দিকেই পড়ে থাকার পাশাপাশি আত্মসমর্পণ এবং অনুশাসনের মাধ্যমে যেকোনো লক্ষ্যে পৌঁছনোর শিক্ষা তোমরা পেতে পারো সারা বিশ্বে ক্রিকেটের ভগবান নামে পরিচিত শচীন তেন্ডুলকারের আত্মজীবনী 'Playing It My Way' তে।

শচীন তেন্ডুলকারের এই আত্মজীবনীমূলক গ্রন্থে আমরা তার জীবনের ব্যক্তিগত সংঘর্ষ তার স্বপ্ন লক্ষ্য বিষয়ের উপর গড়া এবং ব্যক্তিগত জীবনের নানা চিত্র খুজে পাই। আশা করি শচীন টেন্ডুলকারের আত্মজীবনীমূলক গ্রন্থটি পড়ার পর তোমাদের মধ্যেও আত্মসমর্পণ এবং অনুশাসনের ভাবনা জাগ্রত ভাবে।

This book is available online—go ahead and read it at your convenience


3. The Story Of My Experiments With Truth 


আমাদের ব্যক্তিগত জীবনের নৈতিক অনুশাসনের প্রয়োজনীয়তা আত্ম উপলব্ধি এবং আত্ম অনুশাসন সেই সঙ্গে ছোট ছোট কাজের মাধ্যমে আমাদের জীবনে বড় পরিবর্তন কিভাবে আনা সম্ভব এই সকল জিনিস মোহনদাস করমচাঁদ গান্ধী বা যাকে আমরা মহাত্মা গান্ধী নামে জানি তার আত্মজীবনী 'My Experiments With Truth' তে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মহাত্মা গান্ধীর তার এই আত্মজীবনীতে সত্য, অহিংসা এবং ব্রহ্মচর্যের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোও খুব সুন্দর ব্যাখ্যা তার ব্যক্তিগত অনুভবের ভিত্তিতে। তাই আমি তোমাদের অনুরোধ করবো, যতো তাড়াতাড়ি পারো মহাত্মা গান্ধীর এই আত্মজীবনীমূলক গ্রন্থটি পড়ে ফেলো।

▪ Why wait? Order the book online and enjoy reading it anytime, anywhere.


4. The Diary of a Young Girl – Anne Frank


The Diary of a Young Girl- হলো অ্যানি ফ্র্যাঙ্ক নামক একজন ইহুদি মেয়ের আত্মজীবনী। উনি মাত্র ১৩ বছর বয়সে তার এই ডাইরিটি লিখতে শুরু করেছিলেন। নাৎসি শাসনের প্রভাবের যখন ওনাকে নিজের পরিবারসহ অ্যামস্টারডামের একটি গুপ্ত গুহায় আশ্রয় নিতে হয়েছিল। না না সমস্যার মধ্যেও পরিবারকে নিয়ে সেই গুপ্ত গুহায় থাকাকালীন নিজস্ব স্বপ্ন,তার মনে থাকা আশা, হতাশা নানা সমস্যা, সামাজিক বিষয়ের উপর নিজস্ব বিচার এবং দৃষ্টিভঙ্গি তিনি তুলে ধরেছিলেন তার এই ছোট্ট ডাইরিতে। যদিও ওনার এই ডাইরিটি সারা দুনিয়ার সামনে পাবলিশ হয়েছিল উনার মৃত্যুর পরেই। আসলে অ্যানি ফ্র্যাঙ্কের এই ডাইরি থেকে আমরা যেমন একদিকে যুদ্ধের ভয়াবহতার দিকটার দেখতে পারি,ঠিক সেরকমই সহানুভূতি,সহনশীলতা,আত্মনিরীক্ষণের মতো গুরুত্বপূর্ণ অনেক বিষয়ই আমাদের শেখার রয়েছে। সেই কারণে প্রত্যেক ছাত্র-ছাত্রীর একবার হলেও এই ডাইরি পড়ে দেখা উচিত।


5. Wings Of Fire- Dr A.P.J Abdul Kalam


ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এবং ভারতের মিসাইল ম্যান নামে পরিচিত ডক্টর এ.পি.জে আব্দুল কালামের আত্মজীবনীমূলক গ্রন্থ হলো 'Wings Of Fire'.

ডক্টর এপিজে আব্দুল কালামের এই আত্মজীবনীমূলক গ্রন্থে তোমরা পাবে ডক্টর আব্দুল কালামের ছোটবেলা, তার পরিবার এবং সেই সঙ্গে উনার জীবনের যে লক্ষ বা স্বপ্ন ছিল এবং সেই স্বপ্ন পূরণের পথে যে সংঘর্ষ তাকে করতে হয়েছে তার কাহিনী। ডক্টর এপিজে আবদুল কালাম খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন যে কিভাবে ওনার জীবনের প্রথম দেখে ব্যর্থতা আসা সত্ত্বেও উনি হার মানেননি এবং সেই হার না মানা জেদকে নিজের হাতিয়ার করি উনি হয়ে উঠেছিলেন ভারতের মিসাইল ম্যান। ডক্টর এপিজে আব্দুল কালামের আত্মজীবনী প্রত্যেক ছাত্র-ছাত্রীর এজন্যই পড়া উচিত যে- Wings Of Fire নাতো শুধুমাত্র আমাদের স্বপ্ন দেখতে শেখায়, সেই সঙ্গে সেই স্বপ্নকে পূরণ করার সৎ সাহস এবং শক্তিকেও জাগিয়ে তোলে

উইংস অফ ফায়ার আমাদের খুব সুন্দর ভাবে শিখিয়ে যায়, যে স্বপ্ন কখনো ছোট হয় না এবং কঠোর পরিশ্রম এবং নিজের উপর বিশ্বাস থাকলে- যেকোনো স্বপ্নকে সত্যি করা সম্ভব। 

▪ Interested? You can get this book online and explore its inspiring journey.


Read More | Click here🔗👇

Post a Comment

Previous Post Next Post