এর আগের একটি আর্টিকেলে আমি তোমাদের জীবন বদলে দেওয়ার মতো সেরা কিছু অনলাইন কোর্স (best online courses) সম্পর্কে বলেছিলাম।। কিন্তু সেই সমস্ত কোর্স গুলোর মধ্যেই কিছু কোর্স এমন ছিল যেগুলো শেখার জন্য তোমাদের পার্সোনাল কম্পিউটার বা ল্যাপটপের প্রয়োজন ছিল। যেহেতু বেশিরভাগ ছাত্রছাত্রীর কাছেই সেই জিনিসটা নেই, তাই আজ আমি তোমাদের এমন কিছু অনলাইন আর্নিং এর জন্য কিছু কোর্স সম্পর্কে বলবো যেগুলো তোমরা বাড়িতে বসে নিজের মোবাইলে খুব সহজেই শিখতে পারবে এবং যেগুলো শিখে রাখলে সেটা তোমাদের বর্তমান এবং ভবিষ্যত- সর্বদাই কাজে আসবে। তো দ্রুত দেখে নাও 2025 সালে স্মার্টফোনে শেখার জন্য সেরা কিছু অনলাইন কোর্স।
1. AI Tools Mastery Course for Students: Learn Freelancing from Mobile
যদি তুমি ভালোভাবে খেয়াল করো তাহলে বর্তমানে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে এমন বহু অ্যাফিলিয়েট মার্কেটিং পেজ পেয়ে যাবে যারা কিনা তাদের প্রোডাক্ট মার্কেটিং করার জন্য Artificial Intelligence (AI) ব্যবহার করে থাকে। শুধুমাত্র মার্কেটিং নয়, বর্তমানে প্রতিটি ক্ষেত্রেই AI টুলস এর ব্যবহার শুরু হয়ে গেছে। তাই তুমি যদি বর্তমানে কোনো একটি 'AI Tools Mastery Course' কোর্স করে নিতে পারো, তাহলে সেটা যেমন তুমি ভবিষ্যতে তোমার নিজস্ব ব্যবসা বা যেকোনো ধরনের কাজে লাগাতে পারো,ঠিক সেরকমই তুমি অপরের কাজ করে দিও নিজের একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারবে। কারণ বর্তমানে বড়ো বড়ো ডিগ্রিধারী লোকেদের থেকে AI Tools-এর ব্যবহার জানা লোকেদের চাহিদা বাজারে অত্যন্ত বেশি।
** AI Tools Mastery Course-এ কী কী তুমি শিখতে পারবে?
বর্তমানে সেই প্রতিটি ক্ষেত্র যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার হচ্ছে এবং ভবিষ্যতে হবে,এমন প্রতিটি জিনিসই তুমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলস মাস্টারি কোর্সে শিখতে পারবে। যেমন-
১) আর্টিকেল রাইটিং, স্ক্রিপ্ট রাইটিং, SEO এর জন্য Chatgpt এর সঠিক ব্যবহার।
২) যেকোনো ধরনের ফটো,পোস্টার,লোগো, ব্যানার বা বিজ্ঞাপন ডিজাইনিং এর জন্য Canva AI Tools এর ব্যবহার।
৩) বিভিন্ন AI Tools এর ব্যবহার করে Facebook, Instagram Page & Youtube Shorts-এর জন্য AI দিয়ে ভিডিও তৈরি,
৪) মার্কেটিং এর জন্য Viral AI Voice, Text To AI Speech তৈরি,
৫) এছাড়াও MS Office-এ AI কে ব্যবহার করে যেকোনো অফিশিয়াল কয়েক ঘন্টার কাজ কয়েক মিনিটে করে ফেলা- এই সবই সেখানে হবে তোমাদের বিশেষ এই কোর্সে।
** কোর্স কোথায় শিখতে পারবে?
Udemy, Skillshare সহ ইউটিউবের অনেক চ্যানেলেই মাত্র ৪৯৯/- টাকা থেকে শুরু করে ৯৯৯/-টাকার মধ্যে তুমি AI Tools Mastery Course পেয়ে যাবে।
এই ধরনের কোর্সের সময়সীমা হয়ে থাকে ৩ থেকে ৫ মাস। তাহলে আর দেরি কীসের? আগ্রহী হয়ে থাকলে আজই যেকোনো একটি কোর্সে যুক্ত হয়ে যাও।
** কোর্স শিখলে কী কী সুযোগ থাকবে?
যারা সব ধরনের AI Tools এর সঠিক ব্যবহার জানেন তাদের মূলত কোনো কাজের অভাব হয়না। পার্ট টাইম বা ফুল টাইম- তাদের কাজের চাহিদা রয়েছে সবসময়। একজন AI Tools Master হিসাবে একজনের হাতে মূলত-
১) Professional AI Content Writer হিসেবে তুমি ইউটিউব চ্যানেল বা ওয়েবসাইটের জন্য প্রফেশনাল স্ক্রিপ্ট এবং আর্টিকেল রাইটিং করতে পারবে।
২) AI Video Creator (Freelancer)- হিসেবে দেশ বিদেশের ক্লায়েন্টদের জন্য কাজ করে বেশ মোটা অর্থ উপার্জনের সুযোগ থাকবে
৩) এছাড়াও নিজস্ব বা অন্যের ব্যবসার জন্য Facebook, Youtube & Instagram Page এর জন্য AI ভিডিও ক্রিয়েটর হিসাবে মোটা টাকা উপার্জনের সুযোগ থাকবে তোমার হাতে।
2. Canva Graphic Designing Online Course 2025
বাড়িতে বসে অনলাইনে নিজের স্মার্টফোন ব্যবহার করেই শেখা যাবে এবং কোর্সটি শিখে কাজে আসবে এমন কোর্স যারা খুজছো তারা ক্যানভা গ্রাফিক্স ডিজাইনিং এর কোর্সের দিকে যেতে পারো। তবে এই ধরনের কোর্স শুধুমাত্র তারাই ভালোভাবে শিখতে পারবে বা শেখার এই Journey টাকে উপভোগ করবে,যাদের মূলত একটু ডিজাইনিং, ফটো এডিটিং বা এই ধরনের জিনিস গুলো ভালো লাগে।।
** Canva Graphic Designing Course- এ কী কী শেখানো হবে?
যদি তুমি Canva গ্রাফিক্স ডিজাইনিং'র প্রফেশনাল কোর্স নিয়ে থাকো তাহলে সেই কোর্সে তুমি-
• বিভিন্ন কোম্পানি বা চ্যানেলের প্রফেশনাল 2D,3D লোগো ডিজাইনিং,
• Facebook, Google বা Youtube এর বিভিন্ন অ্যাডস ডিজাইনিং সহ
• যেকোনো ধরনের সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনিং শিখতে পারবে।
যদি তুমি এগুলো শিখতে পারো তাহলে তুমি খুব সহজেই একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার হিসেবে ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে পারো।
** কোর্স করলে যেসব কাজের সুযোগ থাকবে:-
যারা ক্যানভার গ্রাফিক্স ডিজাইনিং এর কোর্সটা করবে তাদের হাতে বর্তমানে এবং ভবিষ্যতে বেশ কিছু কাজের সুযোগ সুবিধা থাকবে। যেমন-
• একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে
• পোস্টার ব্যানার ডিজাইনার হিসেবে
• Facebook / Youtube / Google Ads Designer
• এছাড়াও বিভিন্ন ইউটিউব চ্যানেলে হিসেবে বহু কাজ থাকবে তোমার হাতে।
** কোর্সের মূল্য এবং সময়সীমাঃ
Canva গ্রাফিক্স ডিজাইনিং কোর্সের মূল্য এবং সময়সীমা সময় স্থান কাল ভেদে আলাদা আলাদা হতে পারে। তবে এই ধরনের কোর্সের যে সাধারণ সময়সীমা হয় সেটা হয় তিন থেকে ছয় মাস।
অন্যদিকে এই ধরনের কোর্স একদম প্রফেশনাল ভাবে শিখদের তোমার খরচ হতে পারে ৬০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১৫০০ টাকা পর্যন্ত।
** কোথায় শিখতে পারবে?
বর্তমানে ইউটিউবে বাংলা এবং হিন্দি উভয় ভাষাতেই তুমি স্বল্পমূল্যে বিভিন্ন পেইড কোর্স পেয়ে যাবে। সেখান থেকে তুমি খুব সহজেই শিখতে পারো।
3. Professional Mobile Video Editing Course 2025
যারা ভাবছো যে প্রফেশনাল ভিডিও এডিটর হতে গেলে পার্সোনাল কম্পিউটার বা ল্যাপটপ থাকতে হয়, তাদের ধারণা কিছুটা ঠিক হলেও ১০০ ভাগ ঠিক নয়। কারণ বর্তমানে এমন বেশ কিছু 'Online Professional Video Editing Course' রয়েছে যেগুলো তোমাকে হাতে ধরে ধরে শেখাবে যে তুমি কিভাবে নিজের স্মার্টফোন টাকে ব্যবহার করেই একজন প্রফেশনাল ভিডিও এডিটর হতে পারো।
** কোর্সে যা যা শেখানো হবেঃ
বতর্মানে মোবাইল ভিডিও এডিটিং কোর্স গুলোতে মূলত সেই সকল মোবাইল ভিডিও এডিটিং অ্যাপসের ব্যবহার শেখানো হবে যেগুলো কিনা প্রফেশনাল মোবাইল ভিডিও এডিটিং এ প্রয়োজন। Capcut, Kinemaster, VN সহ অন্যান্য কিছু অ্যাপসের সকল টুলসের ব্যবহার তুমি কোর্সে শিখতে পারবে যা ব্যবহার করে তুমি প্রফেশনাল ভাবে যেকোনো Youtube Video, Shorts, Facebook, Google & Youtube Ads এডিট করতে পারো।
** কোর্সের সময়সীমা এবং মূল্যঃ
▪ টাকা : ৪৯৯/- টাকা থেকে শুরু করে সর্বোচ্চ!১৪৯৯/-টাকা।
▪ সময়সীমা : এক থেকে তিন মাসের মধ্যে।
** কোথায়, কিভাবে শিখবে?
যদি তোমার মধ্যে সত্যিই একজন প্রফেশনাল ভিডিও এডিটর হওয়ার স্বপ্ন বা ইচ্ছে থেকে থাকে, তাহলে তুমি 1. Udemy, 2. Skillshare, 3. Youtube Paid Courses-এরমধ্যে যেকোনো একটি প্লাটফর্ম বেছে নিয়ে বাড়িতে বসেই তা শিখতে পারো।
** কোর্স করার পর যেসব কাজে তুমি যুক্ত হতে পারো-
যেকোনো প্লাটফর্ম থেকে প্রফেশনাল মোবাইল ভিডিও এডিটিং করার পর-
• ফ্রিল্যান্সার হিসেবে দেশ-বিদেশের ক্লায়েন্টদের জন্য কাজ,
• বিভিন্ন ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের প্রফেশনাল এডিটর হিসেবে,
• এবং তুমি চাইলে বড়ো বড়ো ইউটিউব ক্রিয়েটরদের প্রফেশনাল ভিডিও এডিটর হিসেবেও কাজ করতে পারো।
4. Youtube Channel SEO & Growth Course 2025
বিভিন্ন বড়ো বড়ো ইউটিউব চ্যানেল বিশেষ করে বিভিন্ন কোচিং ইনস্টিটিউট এর যে ইউটিউব চ্যানেল হয়ে থাকে,সেই সমস্ত চ্যানেল সামলানো তাদের নিজেদের পক্ষে সম্ভব হয়ে ওঠেনা। তখন তাদের এমন একজনের প্রয়োজন হয়ে পড়ে যার ইউটিউব চ্যানেল এবং Youtube SEO (Search Engine Optimization) & Management খুব ভালো করে জানা আছে। বর্তমানে যেহেতু এই ধরনের কাজ যারা লোকের সংখ্যা খুব কম, তাই যারা এই প্রফেশনে রয়েছেন তারা খুব ভালো পরিমাণ রোজগার করছেন। তাই বর্তমানে তুমি যদি এই ধরনের কোর্স করে নিতে পারো, তাহলে সেটা অবশ্যই তোমার ক্ষেত্রে লাভ দায়ক প্রমাণিত হতে পারে।
** কোর্সের সময়সীমা এবং মূল্যঃ
যেহেতু এই ধরনের কোর্স খুব বড়সড়ো কিছু নয় সেই কারণে খুব সামান্য পরিমাণ টাকা দিয়েই তুমি এই ধরনের কোর্স পেয়ে যাবে।
▪ টাকা : ৪৯৯/- টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৯৯৯/-টাকার মধ্যেই
▪ সময়সীমা : এক থেকে তিন মাসের মধ্যে।
** কোর্সে কী কী শেখানো হবে?
যেহেতু এই কোর্সটি সম্পূর্ণভাবেই একটি ইউটিউব চ্যানেলের কাজ নিয়ে, সেই কারণে একটি ইউটিউব চ্যানেলকে সঠিকভাবে সামলাতে গেলে তোমার যা যা শেখা প্রয়োজন সেই সবকিছু শেখানো হবে এই কোর্সে।
Youtube Channel SEO & Growth করছে তুমি শিখতে পারবে-
• ইউটিউব ভিডিওর SEO
• Content Planning / Management
• Poster / Thumbnail Planning,
• Channel Management
• Channel Ranking Maintaining etc.
** কোথায় শিখতে পারবে?
যদি তুমি এই কোর্স নিয়ে আগ্রহী হয়ে থাকো এবং এটা সত্যিই শিখতে চাও তাহলে তুমি ইউটিউবে খুব সামান্য অর্থ খরচ করেই WsCube & LearnTube চ্যানেল থেকে শিখতে পারো।
** অর্থ উপার্জন কিভাবে করতে পারো?
যেকোনো প্রফেশনাল ইউটিউব চ্যানেল ম্যানেজমেন্ট কোর্স করে তুমি মূলত তিনভাবে কাজ করে অর্থ উপার্জন করতে পারো।
▪ প্রথমতঃ Fiverr বা Upwork এর মতো ফ্রিল্যান্সিং প্লাটফর্মে ইউটিউব চ্যানেল ম্যানেজার হিসেবে একটি গিগ পাবলিশ করা এবং সেখান থেকে কাজ করে বিদেশি মুদ্রা বা ডলার উপার্জন করা।
▪ দ্বিতীয়তঃ ইউটিউব থেকে সেই সমস্ত চ্যানেল খুঁজে বের করা যে চ্যানেলগুলো সঠিকভাবে ম্যানেজ করা হচ্ছে না, সেইসব চ্যানেলের সঙ্গে যোগাযোগ করে তাদের সঙ্গে কাজ করার চেষ্টা করা। এইভাবে তুমি বহু চ্যানেলের সঙ্গে কাজ করে বেশ মোটা অর্থ উপার্জন করতে পারবে।
▪ তৃতীয়তঃ Linkedin-এর মত প্লাটফর্মে নিজের একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারো। সেখানে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কাজের জন্য বিভিন্ন প্রফেশনাল ব্যক্তিদের নেওয়া হয়ে থাকে। সেখানে তোমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকলে প্রচুর পরিমাণে সম্ভাবনা থাকে বিভিন্ন বড় বড় ক্রিয়েটর বা সংস্থার চ্যানেল ওনাররা তোমাকে সেখান থেকেই হায়ার করবে।
5. Fiverr Freelancing Business Course 2025
২০২৫ সালে এসে বা ভবিষ্যতেও তুমি যদি যেকোনো অনলাইন কোর্স করে থাকো,যেই কোর্সগুলো করে তুমি অনলাইন আর্নিং এর দিকে যেতে পারবে-সেই কোর্সগুলো করলে তোমাকে অবশ্যই তার সাথে সাথে Fiverr Freelancing Business Course করতে হবে।
** Fiverr Freelancing- কোর্স কেন করবে?
এবার যদি তুমি ভাবো কেন তোমার ফ্রিল্যান্সিং কোর্স করা উচিত তাহলে এর উত্তর হচ্ছে-
তুমি কোনো একটি কোর্স করে যে Skills বা দক্ষতা অর্জন করবে, সেই স্কিলসের সঠিক ব্যবহার করে অর্থ উপার্জনের সবচেয়ে বড় রাস্তা হলো ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং হল সেই পথ যেখান থেকে বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা সবচেয়ে বেশি পরিমাণে অর্থ উপার্জন করে থাকে বাড়িতে বসেই। গ্রাফিক্স ডিজাইনিং, কোর্স কন্টেন্ট রাইটিং কোর্স, ভিডিও এডিটিং,সোশ্যাল মিডিয়াম ম্যানেজমেন্ট বা যেকোনো ধরনের কোর্স তুমি করে থাকে না কেন সেই অনলাইন কোর্স করে তুমি যদি সত্যিই প্রচুর টাকা উপার্জন করতে চাও,তাহলে অবশ্যই তোমার ফ্রিল্যান্সিং বিজনেস কোর্স করা উচিত।
** ফ্রিল্যান্সিং কোর্স কী কী শেখানো হবে?
ফাইবার ফ্রিল্যান্সিং বিজনেস কোর্সে সেই সকল গুরুত্বপূর্ণ বিষয় একজন স্টুডেন্টকে শেখানো হয় যেগুলো একজন সফল ফ্রিল্যান্সার হওয়ার জন্য শেখা বা জানা প্রয়োজন। এই ধরনের কোর্সে মূলত তুমি-
১) Fiverr অ্যাকাউন্ট তৈরি করা, প্রোফাইল সেটআপ ;
২) নিজস্ব একাউন্ট ক্লায়েন্টদের সামনে তুলে ধরার জন্য Fiverr Gig সঠিকভাবে তৈরি করা এবং তার S.E.O করা,
৩) দ্রুত এবং কম সময়ে হাই বাজেটের কাজ খুঁজে নেওয়া,
৪) ক্লায়েন্টদের থেকে অর্ডার নেওয়া এবং অর্ডার ডেলিভারি করা,
৫) এবং সব ফাইবার একাউন্ট থেকে Money Withdraw- এই সবকিছুই শেখানো হবে।
** কোর্সের সময়সীমা এবং মূল্যঃ
WsCube, Udemy সহ বর্তমানে এমন বহু বাংলা এবং হিন্দি চ্যানেল রয়েছে যারা কিনা খুবই কম মূল্যে ফ্রিল্যান্সিং কোর্স করে থাকে। ইউটিউবে এই কোর্স সার্চ করলে তুমি খুব সহজেই সেগুলো পেয়ে যাবে।
▪ মূল্য : ৫০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১৫০০ টাকার মধ্যে তুমি ফ্রিল্যান্সিং কোর্সগুলো পেয়ে যাবে।
▪ সময়সীমা : ফ্রিল্যান্সিং কোর্সগুলোর সময়সীমা সাধারণত এক থেকে তিন মাসের মধ্যে হয়ে থাকে।
শেষ কথা : আজ আমি তোমাদের মোবাইলে শেখার মতো যে পাঁচটি অনলাইন কোর্স সম্পর্কে বললাম, সেই কোর্সগুলোর দিকে তোমরা তখনই যাবে,যখন তোমার সেই জিনিসটা শেখার প্রতি প্রচুর আগ্রহ এবং ভালোবাসা বা ভালো লাগা থাকবে। সেই জিনিসটা শেখার আগ্রহ তোমার মধ্যে থাকলে তবে তুমি সেই জিনিসটা সঠিকভাবে শিখে সঠিক অর্থ উপার্জন করতে পারবে। অন্যথায় আমার কথায় মোটিভেটেড হয়ে দু-দিনের জন্য কোর্স জয়েন করে কোনো লাভ তো হবেই না শুধুমাত্র তোমার অর্থ এবং সময় নষ্ট হবে।
এটাও দেখো : ছাত্রজীবনে অর্থ উপাজর্নের ১০টি সেরা ও সহজ উপায়
Post a Comment