West Bengal Govt’s Top 5 Free Scholarships for Class 10 & 12 Pass Students.Apply & Get ₹95,000+ Financial Aid🤑
দশম শ্রেণী বা মাধ্যমিকের পর বলতে গেলে প্রত্যেক ছাত্র-ছাত্রীর একটি নতুন জীবনের শুরু হয়। দশম শ্রেণীর পর প্রিয় বন্ধুদের মধ্যে কেউ চলে যায় বিজ্ঞান বিভাগে, কেউ আর্টস আর কেউ বা কমার্সে। এবার একাদশ শ্রেণীতে নতুন পথে পড়াশোনা শুরু করা এসব ছাত্র-ছাত্রীদের পড়াশোনার পথে, আর্থিক সমস্যা যাতে কোনো বড়ো বাধা না হয়ে দাঁড়াতে পারে, সেজন্য সরকার এবং বিভিন্ন বেসরকারি সংস্থার তরফে ছাত্রছাত্রীদের দেওয়া হয়ে থাকে বিভিন্ন ধরনের স্কলারশিপ। আর আজকের এই প্রতিবেদন আমরা সেরকমই পশ্চিমবঙ্গের সেরা 5টি সরকারি স্কলারশিপ (WB Sarkari Scholarship) সম্পর্কে জানব, যেগুলো তোমরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পর পেতে পার। রাজ্যের এসব সরকারি স্কলারশিপের মধ্যেই এমনও স্কলারশিপ রয়েছে, যেখান থেকে তুমিও ৯৬ হাজার টাকা পর্যন্ত পেতে পারো।
▪ নবান্ন স্কলারশিপ (WB Nabanna Scholarship 2025)
পশ্চিমবঙ্গের সেরা সরকারি স্কলারশিপ গুলোর মধ্যে একটি হলো নবান্ন স্কলারশিপ। প্রতিবছরই পশ্চিমবঙ্গের অসংখ্য ছাত্র-ছাত্রী নবান্ন স্কলারশিপের সহায়তা পেয়ে থাকে। নবান্ন স্কলারশিপের মাধ্যমে পশ্চিমবঙ্গের আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের পড়াশোনার যাবতীয় খরচা যেমন বইপত্র কেনা, টিউশন বা অন্যান্য খরচের জন্য এককালীন মোট ১০,০০০/ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়ে থাকে। তবে কিছু ক্ষেত্রে সেটা মাসিক ১৫০০ টাকাও হতে পারে।
▪ নবান্ন স্কলারশিপে আবেদনের শর্ত / যোগ্যতা:-
পশ্চিমবঙ্গের সকল ছাত্র-ছাত্রী যে নবান্ন স্কলারশিপের সুবিধা পাবেন এমনটা কিন্তু একেবারেই নয়। এই স্কলারশিপে আবেদন জানানোর ক্ষেত্রে কিছু শর্ত রাখা হয়েছে। যেমন-
১) আবেদনকারী ছাত্র বা ছাত্রীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২) আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় অবশ্যই ১,২০,০০০/ টাকার মধ্যে হতে হবে।
৩) মাধ্যমিক / উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অন্ততপক্ষে ৫০ শতাংশের উপরে এবং ৬০ শতাংশের নিচে নম্বর পেতে হবে।
৪) অন্যদিকে যারা স্নাতক বা স্নাতকোত্তর স্তরের পড়াশোনা করছেন তাদের ৫০% এর উপরে এবং ৫৩ শতাংশের কম নম্বর পেতে হবে। এছাড়াও-
৫) ইতিমধ্যে অন্য কোনো সরকারি বা বেসরকারি স্কলারশিপের সুবিধা পেয়েছেন এমন ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন জানাতে পারবেন না।
▪ নবান্ন স্কলারশিপের আবেদন পদ্ধতি :-
নবান্ন স্কলারশিপের জন্য কিন্তু তোমরা অনলাইনে আবেদন জানাতে পারবে না। যদি তোমরা নবান্ন স্কলারশিপের জন্য আবেদন জানাতে চাও তাহলে তোমাদের নির্দিষ্ট একটি আবেদন পত্র ডাউনলোড করে, সেটি সঠিকভাবে পূরণ করে এবং প্রয়োজনীয় নথিপত্রের কপি যুক্ত করে, সেটাকে তোমাদের নিম্নলিখিত ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
▪ নবান্ন স্কলারশিপের আবেদন পত্র PDF ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
'The Assistant Secretary,Chief Minister’s Office,‘Nabanna’325, Sarat Chatterjee RoadHowrah – 711 102.
▪ বিকাশ ভবন স্কলারশিপ (Bikash Bhavan Scholarship 2025)
পশ্চিমবঙ্গের ছাত্র ছাত্রীদের কাছে যে স্কলারশিপটি সবচেয়ে বেশি জনপ্রিয় সেটি হলো বিকাশ ভবন স্কলারশিপ। যারা মাধ্যমিক,উচ্চমাধ্যমিক, স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে একটু ভালো নম্বর অর্জন করতে পারে, তাদের জন্য এটি সেরা সরকারি স্কলারশিপ। সর্বনিম্ন ১২,০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৯৬,০০০ টাকা পর্যন্ত ছাত্রছাত্রীরা বিকাশ ভবন স্কলারশিপ থেকে পেতে পারে।
বিকাশ ভবন স্কলার্শিপে আবেদন জানানোর যোগ্যতা / শর্ত :-
বিকাশ ভবন স্কলারশিপে আবেদন জানানোর ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের জন্য কিছু শর্ত রাখা হয়েছে। এই শর্তগুলির মধ্যে উল্লেখযোগ্য শর্ত হলো-
১) আবেদনকারী ছাত্র বা ছাত্রীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২) আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় অবশ্যই ২,৫০,০০০ টাকার মধ্যে হতে হবে।
৩) মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং স্নাতক স্তরের পরীক্ষায় প্রার্থীর অন্ততপক্ষে ৬০% নম্বর থাকতে হবে।
৫) তবে কোন প্রফেশনাল ট্রেনিং কোর্সের শিক্ষার্থীদের ক্ষেত্রে ৫৩% নম্বরে আবেদন জানানো যাবে।
৬) এছাড়াও যারা ইতিমধ্যে অন্য কোনো সরকারিভাবে স্কলারশিপের সুবিধা পেয়েছেন তারা কিন্তু বিকাশ ব্যবহার স্কলার্শিপ এর জন্য আবেদন জানাতে পারবেন না।
▪ বিকাশ ভবন স্কলার্শিপে আবেদন জানানোর পদ্ধতি:-
বিকাশ ভবন স্কলারশিপ যাকে আমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নামে বেশি জানি, তার জন্য ছাত্র-ছাত্রীরা অনলাইনে খুব সহজেই আবেদন জানাতে পারেন। আবেদন জানানোর জন্য স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের (SVMCMS) অফিশিয়াল পোর্টাল ভিজিট করে অনলাইন আবেদন জানানো যাবে।
▪ আরও জানো👉 : স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে কিভাবে ৯৬,০০০/- টাকা পাবেন
▪ ওয়েস্ট বেঙ্গল পোস্ট মেট্রিক স্কলারশিপ (WB Oasis Scholarship 2025)
পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য আরো একটি ভালো সরকারি স্কলারশিপ হলো ওয়েস্ট বেঙ্গল পোস্ট ম্যাট্রিক্স স্কলারশিপ। পশ্চিমবঙ্গের আর্থসামাজিক দিক থেকে পিছিয়ে পড়া শ্রেণীর শিক্ষার্থীদের জন্যই স্কলারশিপ চালু করা হয়েছিল। ছাত্র-ছাত্রীদের কাছে স্কলারশিপ বেশিরভাগ ক্ষেত্রেই ওয়েসিস স্কলারশিপ নামেই পরিচিত। ওয়েসিস স্কলারশিপ থেকে পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীরা সর্বনিম্ন ৫ এবং সর্বোচ্চ ১৪ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন। পশ্চিমবঙ্গের SC/ST এবং OBC শ্রেণীর শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন জানাতে পারেন।।
▪ ওয়েসিস স্কলারশিপে আবেদন জানানোর শর্ত / যোগ্যতা :-
ওয়েসিস স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ তেমন কোনো শর্ত রাখা হয়নি। শর্তের মধ্যে রয়েছে-
১) আবেদন কারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
২) SC/ST প্রার্থীর পারিবারিক বার্ষিক আয় ২ লক্ষ টাকার মধ্যে এবং
৩) OBC ক্যাটাগরি প্রার্থীদের পারিবারিক বার্ষিক আয় অবশ্যই এক লক্ষ টাকার বেশি হওয়া চলবে না।
৪) ওয়েসিস স্কলারশিপে আবেদন জানানোর ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের একাডেমিক স্কোর সেরকম ভাবেও গুরুত্বপূর্ণ নয়।
▪ ওয়েসিস স্কলারশিপে আবেদন পদ্ধতি :-
যোগ্য ছাত্রছাত্রীরা https://oasis.gov.in/ ওয়েবসাইট ভিজিট করে সহজেই অনলাইন আবেদন জানাতে পারেন।
▪ পশ্চিমবঙ্গের ঐক্যশ্রী স্কলারশিপ (WB Aikashree Scholarship 2025)
পশ্চিমবঙ্গে যে সমস্ত সংখ্যালঘু ছাত্রছাত্রীরা রয়েছে অর্থাৎ যারা বৌদ্ধ, খ্রিষ্টান,জৈন, মুসলিম বা এই ধরনের সংখ্যালঘু শ্রেণীর তাদের জন্য আমাদের রাজ্যে রয়েছে ঐক্যশ্রী স্কলারশিপ। এই স্কলারশিপ থেকে সংখ্যালঘু শ্রেণীর ছাত্রছাত্রীরা ৫৫০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২৭,৫০০ টাকা পর্যন্ত পেতে পারে।
▪ ঐক্যশ্রী স্কলারশিপে আবেদনের শর্ত:-
ঐক্যশ্রী স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে যেসব শর্ত রাখা হয়েছে তা হল-
১) আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের সংখ্যালঘু শ্রেণী হতে হবে।
২) যারা মাধ্যমিক উচ্চমাধ্যমিক স্তরের পড়ুয়া তাদের পারিবারিক বার্ষিক আয় অবশ্যই দুই লক্ষ টাকার মধ্যে হতে হবে।
৩) অন্যদিকে যারা কলেজ তোর বা বিশেষ কোনো কোর্সের সঙ্গে যুক্ত তাদের পারিবারিক বার্ষিকায় অবশ্যই আড়াই লক্ষ টাকার মধ্যে হতে হবে।
৪) বিগত বছরের পরীক্ষায় তার থেকে অবশ্যই অন্ততপক্ষে ৫০ শতাংশ নম্বর পেতে হবে।
৫) ইতিমধ্যে অন্য কোনো সরকারি স্কলারশিপের
সুবিধা পেলে ইউ স্কলারশিপের জন্য আবেদন জানানো যাবে না।
▪ Aikashree Scholarship Application Process :-
ঐক্যশ্রী স্কলারশিপে আবেদনে যোগ্য পড়ুয়াদের অনলাইনে আবেদন জানাতে হবে। আবেদনে ইচ্ছুক ছাত্রছাত্রীরা নিজেদের নিকটবর্তী যেকোনো সাইবার ক্যাফেতে গিয়ে খুব সহজেই এই স্কলারশিপের জন্য আপনার জানাতে পারেন।
▪ পশ্চিমবঙ্গ ফ্রি-শিপ স্কলারশিপ (WB Free Ship Scholarship 2025)
পশ্চিমবঙ্গের শিক্ষার্থীদের জন্য সর্বশেষ যে ভালো স্কলারশিপটি রয়েছে সেটি হল পশ্চিমবঙ্গ ফ্রি শিপ স্কলারশিপ। তবে এটি কিন্তু মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরের পড়ুয়াদের জন্য নয়। যারা বর্তমানে ইঞ্জিনিয়ারিং/ তথ্য প্রযুক্তি / স্থাপত্য বা আর্কিটেকচার এবং ফার্মেসিতে অধ্যায়নরত শিক্ষার্থীরাই এই স্কলারশিপ বা প্রকল্পের সুবিধা পাবেন। এদিকে আমরা স্কলারশিপের বদলে প্রকল্প হিসেবে ধরতেই পারি। পশ্চিমবঙ্গের যে সমস্ত শিক্ষার্থীরা ওপরে উল্লিখিত কোন একটি কোর্সে অধ্যয়নরত এবং যাদের পারিবারিক বার্ষিক আয় ২ লক্ষ টাকার মধ্যে সে সমস্ত শিক্ষার্থীরা এই প্রকল্পের বা এই স্কলারশিপ এর সুবিধা পেয়ে থাকেন টিউশনের খরচটা সরকারের তরফে দেওয়া হয়ে থাকে।
এটাও দেখতে পারো : ছাত্র জীবনে অনলাইন অর্থ উপার্জনের জন্য সেরা ১০টি উপায়
Post a Comment