WBBSE Class 10 Geography : দশম শ্রেণীর ভূগোল সিলেবাসের অন্তর্গত চতুর্থ অধ্যায় বর্জ্য ব্যবস্থাপনা থেকে মাধ্যমিক ভূগোল পরীক্ষায় তোমাদের MCQ, SAQ প্রশ্ন হয়ে থাকে। এবার বর্জ্য ব্যবস্থাপনার অধ্যায় থেকে মাধ্যমিক ভূগোল পরীক্ষায় তোমাদের যত নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন হয়ে থাকে সেই সব নম্বরই তোমরা যাতে তুলতে পারো সেই কারণে আজকে আমরা বর্জ্য ব্যবস্থাপনার অধ্যায়ের 40+ MCQ,SAQ তোমাদের জন্য আজকেরই ব্লগ পোস্টে শেয়ার করলাম।
- 1. একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য হল-
- (a) সবজির খোসা
- (b) সাবান জল
- (c) খাবারের প্যার্কেট
- (d) ইনজেকশন সিরিঞ্জ
- Answer: (d) ইনজেকশন সিরিঞ্জ
- 2. বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলি হল-
- (a) বর্জ্যের পুনর্ব্যবহার
- (b) বর্জ্যের পুনর্নবীকরণ
- (c) বর্জ্যের পরিমাণগত হ্রাস
- (d) সবগুলিই প্রযোজ্য
- Answer: (d) সবগুলিই প্রযোজ্য
- 3. জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হল-
- (a) কম্পোস্টিং
- (b) ল্যান্ডফিলিং
- (c) ওভারফিলিং
- (d) কম্পাউন্ডিং
- Answer: (a) কম্পোস্টিং
- 4. ফ্লাই অ্যাশ উৎপন্ন হয়-
- (a) তাপবিদ্যুৎ
- (b) অনাবিয়্যুৎ
- (c) বায়ুশপ্তি কেন্দ্র
- (d) পারমাণবিক বিদ্যুৎ-কেন্দ্র থেকে
- Answer: (a) তাপবিদ্যুৎ
- 5. কম্পোস্টিং পদ্ধতিতে নির্মিত হয়-
- (a) শিল্পজাত পদার্থ
- (b) উচ্চফলনশীল বীজ
- (c) জৈব সার
- (d) রাসায়নিক সার
- Answer: (c) জৈব সার
- 6. তেজস্ক্রিয় বর্জ্যের মূল উৎস-
- (a) করলো
- (b) চা শিল্প
- (c) পারমাণবিক শিল্প
- (d) কাগজ শিল্প
- Answer: (c) পারমাণবিক শিল্প
- 7. 'গঙ্গা অ্যাকশন প্ল্যান' পরিকল্পনাটি গৃহীত হয়-
- (a) 1986 খ্রি.
- (b) 1984 খ্রি.
- (c) 1987 খ্রি.
- (d) 1989 খ্রি.
- Answer: (c) 1987 খ্রি.
- 8. 'ব্ল্যাকফুট' রোগের সৃষ্টি হয়-
- (a) ক্যাডমিয়াম দ্বারা
- (b) আর্সেনিক দ্বারা
- (c) সিসা দ্বারা
- (d) পারদ দ্বারা
- Answer: (b) আর্সেনিক দ্বারা
- 9. অকেজো মোবাইল হলো একটি-
- (a) বিষাষ্ক বর্জ্য
- (b) রাসায়নিক বর্জ্য
- (c) ই-বর্জ্য
- (d) জৈব বর্জ্য
- Answer: (c) ই-বর্জ্য
- 10. একটি পুনর্নবীকরণযোগ্য বর্জ্য হলো-
- (a) ব্যবহৃত সিরিঞ্জ
- (b) ফ্লাই অ্যাশ
- (c) আণবিক ভস্ম
- (d) অক্সাইড গ্যাস
- Answer: (b) ফ্লাই অ্যাশ
- 11. 'নমামি গঙ্গা' পরিকল্পনা হল-
- (a) ব্রহ্মপুত্র নদী পরিকল্পনা
- (b) গঙ্গাদূষণ নিয়ন্ত্রণ পরিকল্পনা
- (c) গঙ্গা নদী জলবিভাজিকা
- (d) গলার গভীরতা বৃদ্ধির পরিকল্পনা
- Answer: (b) গঙ্গাদূষণ নিয়ন্ত্রণ পরিকল্পনা
- 12. 'Clean City' পরিকল্পনাটি পরিলক্ষিত হয়-
- (a) কলকাতা
- (b) দিল্লি
- (c) মুম্বাই
- (d) গুজরাট শহরে
- Answer: (b) দিল্লি
- 13. পুষ্টি মৌলের আবর্তন ঘটে-
- (a) ভরাটকরণ
- (b) স্তাবার
- (c) কম্পোস্টিং
- (d) বর্জ্য পৃথকীকরণ পদ্ধতিতে
- Answer: (c) কম্পোস্টিং
- 14. একটি সংক্রামক বর্জ্য হল-
- (a) রক্তমাখা তুলো
- (b) পচা সবজি
- (c) পড়া খড়
- (d) গোমুত্র
- Answer: (a) রক্তমাখা তুলো
- 15. ধোঁয়া ধুলোর মতো বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থাপনার নাম হলো-
- (a) ভরাটকরণ
- (b) নিষ্কাশন
- (c) কম্পোস্টিং
- (d) স্কাবার
- Answer: (b) নিষ্কাশন
- 16. বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়-
- (a) ১ সেপ্টেম্বর
- (b) 5 জুন
- (c) 5 জুলাই
- (d) 2 অক্টোরের
- Answer: (b) 5 জুন
- 17. ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস হল-
- (a) মিথেন
- (b) নাইট্রোজেন
- (c) অ্যামোনিয়া
- (d) কোনোটিই নয়
- Answer: (a) মিথেন
- 18. নিম্নলিখিত কোন্ বর্জ্যপদার্থটি জৈব অভঙ্গুর বর্জ্য-
- (a) প্লাস্টিক বর্জ্য
- (b) কৃত্রিম রবার বর্জ্য
- (c) অ্যালুমিনিয়াম পাত
- (d) সবগুলিই প্রযোজ্য
- Answer: (d) সবগুলিই প্রযোজ্য
- 19. একটি বিষাক্ত বর্জ্য হল-
- (a) সবজির খোসা
- (b) ডিমের খোলা
- (c) সিসা
- (d) খড়
- Answer: (c) সিসা
- 20. স্ক্রাবার ব্যবহার করা হয়-
- (a) জঞ্জাল সরানোর জন্য
- (b) জঞ্জাল বাছাইয়ের জন্য
- (c) শিল্পের বায়ুকে শোধনের জন্য
- (d) নর্দমার জল শোধনের জন্য
- Answer: (c) শিল্পের বায়ুকে শোধনের জন্য
- 21. একটি বিষহীন বর্জ্য হল-
- (a) লিথিয়াম ব্যাটারি
- (b) নোংরা জল
- (c) ক্যাথোড রে টিউব
- (d) DDT
- Answer: (b) নোংরা জল
- 22. মানবশরীরে দুষিত জল থেকে সৃষ্টি হয়-
- (a) আমাশয়
- (b) হাঁপানি
- (c) ফুসফুসের ক্যান্সার
- (d) দৃষ্টিহীনতা
- Answer: (a) আমাশয়
- 23. জীব বিশ্লেষ্য বর্জ্যগুলিকে ব্যাকটেরিয়াই দ্বারা বিশ্লেষণ করার পদ্ধতিকে বলে-
- (a) কম্পোস্টিং
- (b) স্কাবার
- (c) ভরাটকরণ
- (d) নিমাশন
- Answer: (a) কম্পোস্টিং
1. প্লাস্টিক কোন ধরনের বর্জ্য?
Answer: রাসায়নিক বর্জ্য
2. একটি বিষাক্ত বর্জ্যের নাম লেখো।
Answer: সিসা
3. তোমার বাড়ির একটি বৈদ্যুতিন বর্জ্যের নাম লেখো।
Answer: অকেজো মোবাইল ফোন।
4. চাষের জমির একটি বর্জ্যের উদাহরণ দাও।
Answer: ধানের খোসা।
5. কম্পোস্ট সার কী ধরনের বর্জ্য থেকে তৈরি হয়?
Answer: জৈব বর্জ্য।
6. CFC কোন প্রকার বর্জ্যের উদাহরণ।
Answer: গ্যাসীয় বর্জ্য।
7. দুটি কঠিন বর্জ্যের উদাহরণ দাও।
Answer: প্লাস্টিক, কাচ।
8. কতকগুলি পরিবেশমিত্র বর্জ্যের উদাহরণ দাও।
Answer: কাগজ, গাছের পাতা।
9. একটি অসংক্রামক বর্জ্যের উদাহরণ দাও।
Answer: প্লাস্টিক বর্জ্য।
10. একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম লেখো।
Answer: পারমাণবিক বর্জ্য।
11. ল্যান্ডফিলের বর্জ্য ধোয়া জলকে কী বলে?
Answer: লিচেট।
12. 1985-এ হুগলি নদীকে দুষণমুক্ত রাখার জন্য যে কর্মসূচি নেওয়া হয় তা কী নামে পরিচিত?
Answer: হুগলি নদী উন্নয়ন প্রকল্প।
13. গঙ্গা নদীর প্রবাহের কোন অংশে সর্বাধিক দূষণ দেখা যায়?
Answer: কানপুর ও বারানসি।
শূন্যস্থান পূরণ করো:
1. পারদ দূষনের ফলে মিনামাটা রোগ হয়।
2.. ধানের খোসা পচে নির্গত হয় মিথেন গ্যাস।
3. কাগজ থেকে পুনরায় কাগজ উৎপাদন পুনঃপ্রক্রিয়াজাতকরণ প্রক্রিয়ার অস্তাতে।
4. তরল বর্জ্য ব্যবস্থাপনায় পদ্ধতি সবচেয়ে বিপদ্দজনক।
5. জীবের মৃতদেহ একপ্রকারের জৈব বর্জ্য।।
6. বিষাক্ত বর্জ্য অতি অল্পমাত্রায় ধীরে ধীরে মানবদেহে সঞ্চিত হতে থাকলে তাকে বায়োকনসেন্ট্রেশন।
7. প্রাকৃতিকভাবে জৈব বর্জ্যের বিয়োজনের প্রক্রিয়াকে কম্পোস্টিং বলে।
8. গাছপালা ও পাতা পচনের ফলে উৎপন্ন হিউমাস জৈব বর্জ্যের উল্লেখযোগ্য উৎস।
9. কৃষিজাত বর্জ্য একপ্রকার জৈব বর্জ্য
10. '3R' কথার পুরো অর্থ হল Reduce, Recycle এবং Reuse.
11. স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি ২০১৪ সালে গৃহীত হয়েছে।
Post a Comment