স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে কখন, কিভাবে ৯৬,০০০/ টাকা পাওয়া যাবে? জেনে নাও বিস্তারিত


how-to-get-96000-from-swami-vivekananda-scholarship-2025

How to Get ₹96,000 from Swami Vivekananda Scholarship 2025 – How much financial aid is provided for School, UG, and PG, PhD students

পশ্চিমবঙ্গে সরকারি স্কলারশিপ গুলোর মধ্যে ছাত্র-ছাত্রীদের কাছে যেটা সবচেয়ে জনপ্রিয়,সেটা হল বিকাশ ভবন স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ মেরিট-কাম মিন্স স্কলারশিপ (SVMCMS). কারণ রাজ্যের এই সরকারি স্কলারশিপটি মাধ্যমিক থেকে শুরু করে একদম PhD. ছাত্র-ছাত্রীদের দেওয়া হয়ে থাকে এবং উল্লেখযোগ্য বিষয়,এখানে সর্বনিম্ন ১২,০০০ টাকা থেকে শুরু করে একজন ছাত্র বা ছাত্রী ৯৬,০০০ টাকা পর্যন্ত পেতে পারেন। এবার একজন শিক্ষার্থী স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে কোন সময় কত টাকা পেয়ে থাকে বা কিভাবে ৯৬,০০০ টাকা পর্যন্ত পেতে পারে সেটাই আমাদের মূল আলোচ্য বিষয়।


স্কুল স্তরে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে কত টাকা পাওয়া যায়?


মাধ্যমিক পাশ করার পর যারা একাদশ শ্রেণীতে প্রথমবারের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করবে তোমরা বিজ্ঞান, কলা বা বাণিজ্য যেকোনো বিভাগের হয়ে থাকে না কেন, তোমরা প্রত্যেকেই মাসিক এক হাজার টাকা হিসেবে বার্ষিক মোট ১২,০০০ টাকা পাবে।


▪ Under Graduate- B.A/ B.Com / B.Sc (স্নাতক) স্তরে কত টাকা পাওয়া যায়? 


• স্কুল শেষ করার পর যারা কলেজে আন্ডার গ্র্যাজুয়েট বা স্নাতক স্তরে কলা এবং বানিজ্য বিভাগে, বিগত বছরের পরীক্ষায় অন্ততপক্ষে ৬০% নম্বর পেয়ে থাকে তারা মূলত মাসিক ১০০০ টাকা হিসাবে বার্ষিক ১২,০০০ টাকা পেয়ে থাকে।


• অন্যদিকে যারা বিজ্ঞান বিভাগের পড়ুয়ারা মাসিক ১৫০০ টাকা হিসাবে বার্ষিক ১৮,০০০ টাকা পেয়ে থাকে।


• এছাড়াও যারা Under Graduate (UG) লেভেলে কোনো প্রফেশনাল কোর্সে রয়েছে, তারাও স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে বার্ষিক ১৮,০০০ টাকা পেয়ে থাকে।



▪ Post Graduate ( M.A/ M.Com / M.Sc) স্তরে স্বামী বিবেকানন্দ স্কলারশিপঃ


যারা স্নাতকোত্তর অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট স্তরে Arts/ Commerce বিভাগে পড়াশোনা করছে তারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে মাসিক ২,০০০ টাকা হিসেবে মোট ২৪,০০০ টাকা পেয়ে থাকেন


অন্যদিকে যারা বিজ্ঞান বিভাগে পোস্ট গ্রাজুয়েট স্তরে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে মাসিক আড়াই হাজার টাকা হিসেবে বার্ষিক ৩০,০০০ টাকা পেয়ে থাকে।। স্নাতকোত্তর স্তরে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাওয়ার জন্য কিন্তু অন্ততপক্ষে বিগত বছরের পরীক্ষায় ৫৩ শতাংশ নম্বর থাকতে হবে।



▪ UG Medical Degree / Diploma Course :


যারা স্নাতক স্তরে কোনো মেডিক্যাল কোর্স যেমন MBBS, BDS, BAMS বা এই ধরনের কোন মেডিকেল কোর্সের সঙ্গে যুক্ত রয়েছে বা যারা BSC Nursing, Paramedical Degree কোর্সের সঙ্গে যুক্ত রয়েছে তারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে বার্ষিক ৬০,০০০ টাকা পেয়ে থাকে। অন্যদিক যারা GNM Nursing, প্যারামেডিকেল ডিপ্লোমা কোর্সে রয়েছে তারা SVMCMS থেকে বার্ষিক ১৮ হাজার টাকা পেতে পারে। মেডিক্যাল আন্ডার গ্র্যাজুয়েট স্তরে বিগত বছরের পরীক্ষায় ৬০ শতাংশ এবং পোস্ট গ্রাজুয়েট স্তরে বিগত বছরের পরীক্ষায় অন্ততপক্ষে ৫৫ শতাংশ নম্বর পেলেই এই স্কলারশিপ পাওয়া যাবে।



UG / PG Engineering / Polytechnic স্তরে কত টাকা পাওয়া যাবে?


যারা ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং (BE) ; ব্যাচেলর অফ টেকনোলজি (B.Tech), BArch, ME, M.Tech মতো কোনো ইঞ্জিনিয়ারিং কোর্সের সঙ্গে এবং যারা ফার্মাসি ডিগ্রী কোর্সের সঙ্গে যুক্ত তারাও স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে বার্ষিক ৬০,০০০ টাকা পেয়ে থাকে। অন্যদিকে যারা পলিটেকনিক এবং ফার্মেসির ডিপ্লোমা কোর্সের সঙ্গে যুক্ত তারা পেয়ে থাকে বার্ষিক ১৮ হাজার টাকা। এবার এখানেও সেই একই প্রশ্ন আসে যে ঠিক কত শতাংশ নম্বর থাকতে হবে? উওর হলো অন্ততপক্ষে ৬০ শতাংশ নম্বর থাকতে হবে।



স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে কিভাবে বার্ষিক 96 হাজার টাকা পর্যন্ত পাওয়া যায়? 


এবার যেটা আমাদের মূল আলোচ্য বিষয় ছিল অর্থাৎ স্বামী বিবেকানন্দ থেকে সর্বোচ্চ পরিমাণ বৃওি অর্থাৎ ৯৬ হাজার টাকা পাওয়া যায় সেটা আলোচনা করা যাক। স্বামী বিবেকানন্দ মেরিট-কাম মিন্স স্কলার্শিপের অফিশিয়াল পোর্টালের তথ্য অনুযায়ী- 

যারা M.Phil, PhD, Non Net, NET LS PhD পড়াশোনা করছেন তারাই মাসিক ৫ হাজার টাকা এবং ৮০০০ টাকা হিসেবে বার্ষিক ৯৬,০০০ টাকা পর্যন্ত স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে পেতে পারেন।।

** আরও পড়ো👉 : পশ্চিমবঙ্গের সেরা 5টি সরকারি স্কলারশিপ

Post a Comment

Previous Post Next Post