1) 'ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর' কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত -
ক] নানা কবিতা
*খ] চতুর্দশপদী কবিতাবলী*
গ] ব্রজাঙ্গনাকাব্য
ঘ] তিলোত্তমাসম্ভব কাব্য
২) 'চতুর্দশপদী কবিতাবলী' প্রকাশিত হয়-
(ক) ১৮৬১ খ্রিস্টাব্দে
(খ) ১৮৬২ খ্রিস্টাব্দে
*(গ) ১৮৬৬ খ্রিস্টাব্দে*
(ঘ) ১৮৬৭ খ্রিস্টাব্দে
৩) 'ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর' কবিতাটি 'চতুর্দশপদী কবিতাবলী'-র যত সংখ্যক কবিতা -
(ক) ৩২ সংখ্যক
(খ) ৪০ সংখ্যক
(গ) ৫২ সংখ্যক
*(ঘ)৮৬ সংখ্যক*
৪) কবির মতে , ঈশ্বরচন্দ্র 'বিখ্যাত ভারত' যে হিসেবে পরিচিত -
*(ক) বিদ্যার সাগর হিসেবে*
(খ)দয়ার সাগর হিসেবে
(গ) করুণার সিন্ধু হিসেবে
(ঘ) দীনের বিন্ধু হিসেবে
৫) বিদ্যাসাগরকে 'দীনের বন্ধু ' মনে করত-
(ক) যারা সমাজসেবী তারা
(খ) ঐতিহাসিকরা
*(গ) যারা দীন তারা*
(ঘ) তার ভাবনাচিন্তার বিরোধীরা
৬) উজ্জ্বল জগতে যা-
(ক) মানুষের খ্যাতি
*(খ) হেমাদ্রির হেমকান্তি*
(গ) রাজার সম্পদ
(ঘ) মানুষের অন্তদীপ্তি
৭) 'হেমাদ্রির হেম-কন্তি' অম্লান হয়-
(ক) শিশিরে
*(খ) সূর্যকিরনে*
(গ) জ্যেৎস্নায়
(ঘ) তুষারাচ্ছাদনে
৮) মহাপর্বতের সুবর্ন চরনে আশ্রয় পাওয়া যায় -
(ক) লক্ষ্যে স্থির থাকলে
(খ) ধর্ম পথে থাকলে
*(গ) ভাগ্যবলে*
(ঘ) শরীর সবল থাকলে
৯) পর্বতের প্রকৃত গুণ সে-ই বুঝতে পারে -
(ক) যে পর্বতপ্রেমী
(খ)যে ধর্মপথগামী
*(গ) যে পর্বতের সুবর্ণচরণে আশ্রয় নেয়*
(ঘ) পর্বত অভিযাত্রীরা
১০) ''কি সেবা তার সে সুখ-সাদনে''! - যার কথা বলা হয়েছে -
(ক) সমুদ্র
*(খ) পর্বত*
(গ) ঈশ্বর
(ঘ) তরুদল
১১) 'সদন'- এর সামার্থক শব্দ-
(ক) সুখ
*(খ) গৃহ*
(গ) সান্নিধ্য
(ঘ) সহচর
১২) 'বারি' শব্দের অর্থ -
*(ক) জল*
(খ) গৃহ
(গ) বেদনা
(ঘ) বিন্দু
১৩) " দানে বারি নদীরূপ ..."- নদীকে কবি যা বলেছেন -
(ক) পতিতপাবনী
(খ) স্রোতস্বিনী
(গ) স্বচ্ছতোয়া
*(ঘ) বিমলা কিঙ্করী*
১৪) 'কঙ্করী'- শব্দের অর্থ -
(ক) ঈশ্বরী
*(খ) দাসী*
(গ) রানি
(ঘ) সহচরী
২২) তরূ-দল যে ছায়া বিস্তার করে তার -
*(ক)'শীতশ শ্বাসী'*
(খ) 'শান্ত-শীতল'
(গ)'ক্লান্তিনাশা'
(ঘ)'অমৃত শ্বাসী
২৩) যে তরূ ছায়া বিস্তার করে, কবি তাকে বলেছেন -
(ক) তরুশ্রেষ্ঠ
(খ)তরুরাজ
*(গ) বনেশ্বরী*
(ঘ) ছায়াময়ী
২৪) 'বনেশ্বরী' যে নিদ্রা দান করে, তা-
(ক) সুশীতল
*(খ)সুশান্ত*
(গ)পরিমল
(ঘ)প্রণহরা
২৫) 'সুশান্ত নিদ্রা 'যা করে -
*(ক) ক্লান্তি দূর করে*
(খ) স্নিগ্ধ করে
(গ) চিন্তামুক্তি ঘটায়
(ঘ) জ্যোতির্ময় কল্পনা সৃষ্টি করে
২৬) বিদ্যাসাগরকে কবিতায় যার সঙ্গে তুলনা করা হয়েছে -
(ক) পর্বত
(খ)পর্বত ও নদী
(গ) দীর্ঘতরু
*(ঘ) পর্বত -নদী-দীর্ঘতরু*
২৭) ' ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ' কবিতটি যে জাতীয় কবিতা
(ক) লিরিক
*(খ) সনেট*
(গ) ব্যালাড
(ঘ) এলিজি
২৮) ' ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ' কবিতাটি যে ছন্দে লেখা -
(ক) ত্রিপদী
(খ) দলবৃত্ত
*(গ) পয়ার*
(ঘ) মুক্তক
** এখানে ক্লিক করো : পুঁইমাচা গল্পের অনলাইন মকটেস্ট
Post a Comment