১৯১৮ খ্রিষ্টাব্দের খেদা সত্যাগ্রহের কারণ ও ফলাফল

causes-and-consequences-of-kheda-satyagraha

তোমরা যখনই গান্ধীজীর নেতৃত্বে পরিচালিত আন্দোলন গুলি সম্পর্কে পড়বে; তখনই তোমাদের মহাত্মা গান্ধীর নেতৃত্বে পরিচিত প্রথম দিকের আন্দোলন গুলি যেমন চম্পারণ সত্যাগ্রহ এবং খেদা সত্যাগ্রহ সম্পর্কে পড়তে হবে। এই আন্দোলন গুলি সম্পর্কে না জানলে তোমাদের মহাত্মা গান্ধী সম্পর্কে একটা স্পষ্ট ধারণা জন্মাবে না। সেই কারণে আমরা তোমাদের সিলেবাসের অন্তর্গত ১৯১৮ খ্রিস্টাব্দের গুজরাটের খেদা সত্যাগ্রহের কারণ ও ফলাফলের উপর একটি সম্পূর্ণ নোট শেয়ার করলাম ।

 ** খেদা সত্যাগ্রহ কী?

১৯১৭-১৮ খ্রিস্টাব্দের সময়কালের বিহারের চম্পারন সত্যাগ্রহের পর গুজরাটের খেদা সত্যাগ্রহ ছিল মহাত্মা গান্ধীর নেতৃত্বে পরিচিত এক অতি বৃহৎ অংশ আন্দোলন। ১৯১৮ খ্রিস্টাব্দের সময়কালে ব্রিটিশ সরকারের কৃষকদের থেকে জোরপূর্বক খাজনা আদায়ের প্রতিবাদ স্বরূপ গুজরাটের খেদা জেলার কৃষকদের দ্বারা খেদা সত্যাগ্রহ পরিচালিত হয়েছিল।। মহাত্মা গান্ধী, বল্লভ ভাই প্যাটেল, মোহনলাল পান্ডিয়া সহ অন্যান্য নেতাদের নেতৃত্বে খেদা সত্যাগ্রহ এক সকল কৃষক আন্দোলনে পরিণত হয়েছিল। নিম্নে খেদা সত্যাগ্রহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

** খেদা সত্যাগ্রহের কারণঃ

১৯১৮ খ্রিস্টাব্দের দিকে গুজরাটের খেদা জেলায় ব্যাপক খরা দেখা যায় এবং কৃষকদের ফসলও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় সেই সময় কৃষকদের আর্থিক অবস্থাও অত্যন্ত শোচনী হয়ে পড়ে  এমন পরিস্থিতিতে কৃষকদের প্রতি ব্রিটিশ সরকারের নমনীয় হওয়ার বদলে তারা আরো কঠোর হয়ে ওঠে। সরকার কৃষকদের এমন পরিস্থিতিতেও খাজনা দিতে বলে। কৃষকরা মিলিতভাবে সরকারের কাছে দাবি জানায় যে এই সময় যেন তাদের খাজনা মাফ করে দেওয়া হয়। কিন্তু সরকার কৃষকদের দাবি না মানায় তখন কৃষকরা আন্দোলনের পথে পা বাড়ায়। 

* খেদা সত্যাগ্রহের ফলাফলঃ

কৃষকদের এরূপ পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়াতে এগিয়ে আসেন মহাত্মা গান্ধী, বল্লভ ভাই প্যাটেল, মোহনলাল পান্ডিয়া প্রমুখ কংগ্রেস নেতা সহ স্থানীয় কিছু নেতা। মহাত্মা গান্ধী অহিংস উপায়ে কৃষকদের দাবি সরকারের কাছে জানাতে থাকেন। অন্যদিকে ব্রিটিশ সরকারও এই আন্দোলন দমিয়ে দেওয়ার জন্য যথেষ্ট দমনন নীতি প্রয়োগ। কিন্তু মহাত্মা গান্ধী অহিংস উপায়ে তার আন্দোলন চালিয়ে গেলে শেষ পর্যন্ত সরকারকে বাধ্য হয়ে কৃষকদের দাবি অর্থাৎ খাজনা মুকুব করা রদাবি মানতে হয়। সরকার এটা ঘোষণা করে যে- 'যারা খাজনা নেওয়ার পরিস্থিতিতে নেই তাদের খাজনা দিতে হবে না।' মূলত এইভাবে ১৯১৮ খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধীর নেতৃত্বে পরিচালিত খেদা সত্যাগ্রহ সফল হয়।


Post a Comment

Previous Post Next Post