10th পাস যোগ্যতার সেরা কিছু সরকারি চাকরি 2025! দেখে নাও বেতন, বয়স এবং নিয়োগ পদ্ধতি


best-government-jobs-for-madhyamik-pass-candidates-2025

Best Government Jobs for Madhyamik Pass Students: Eligibility, Salary & Exam Details 2025

পারিবারিক দারিদ্রতা বা পরিবারের পাশে দাঁড়ানোর মানসিকতা থেকেই, অনেকে আছে যারা অল্প বয়সেই সরকারি চাকরির দৌড়ে নেমে পড়েন। কিন্তু অল্প বয়সের বেশিরভাগ চাকরি প্রার্থীরাই জানেন না যে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় ঠিক কোন কোন সরকারি চাকরি রয়েছে বা কোন কোন সরকারি চাকরি পাওয়া যায়। এর ফলে তারা সঠিকভাবে নিজের প্রস্তুতিও ঠিক করে নিতে পারেন না। তাই আজকের এই প্রতিবেদনে আমরা সংক্ষিপ্তভাবে তুলে ধরেছি, মাধ্যমিক পাসে সেরা কিছু সরকারি চাকরি (Best Government Jobs After Madhyamik) আর কিভাবেই বা তার জন্য তৈরি হতে হবে।



প্রথমতঃ গ্রামীণ ডাকসেবকের চাকরি.

মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় যেসব ভালো চাকরি পাওয়া যায় তার মধ্যে একটি হলো কেন্দ্র সরকারের অধীনস্থ ভারতীয় ডাক বিভাগের গ্রামীণ ডাক সেবক। প্রায় প্রতিবছরই ভারতীয় ডাক বিভাগের তরফে কয়েক হাজার শূন্য পদে গ্রামীণ ডাক সেবক (GDS) হিসেবে ব্রাঞ্চ পোস্ট ম‍্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট ম্যানেজার নিয়োগ করা হয়। সবথেকে ভালো কথা হলো এখানে কোনরকম পরীক্ষা ছাড়াই চাকরি পাওয়া যায়। 

▪ পদ : গ্রামীণ ডাক সেবক।

▪ যোগ্যতা ; শুধুমাত্র মাধ্যমিক পাস।

▪ বয়স : সর্বনিম্ন ১৮-৪০ বছর।

▪ মাসিক বেতন ; ১৫,০০০-২০,০০০ টাকা।

▪ নিয়োগ প্রক্রিয়া : গ্রামীণ ডাক সেবক নিয়োগের ক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা বা কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হয় না। এক্ষেত্রে প্রার্থীদের মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে বাছাই করে নিয়োগ করা হয়।


দ্বিতীয়তঃ SSC Multi Tasking Staff এর চাকরি.

মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় ভালো চাকরি গুলোর কথা বলতে গেলে অবশ্যই আমাদের কেন্দ্র সরকারের Staff Selection Commission (SSC) মাল্টি টাস্কিং স্টাফ (MTS) পদের কথা উল্লেখ করতে হয়। প্রতিবছরই ভারতের কয়েক লক্ষ ছেলেমেয়ে এই চাকরির জন্য পরীক্ষা দিয়ে থাকেন। অনেকের স্বপ্নও হয়ে থাকে একজন SSC MTS হওয়ার। 

▪ পদ : SSC Multi Tasking Staff

▪ যোগ্যতা ; মাধ্যমিক পাস এবং সেই সঙ্গে কোন কম্পিউটার কোর্স করা থাকতে হবে।

▪ বয়স : সর্বনিম্ন ১৮-২৫ বছর।

▪ মাসিক বেতন ; উক্ত পথের বেতন হয়ে থাকে মাসিক ১৮০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৭২ হাজার টাকা পর্যন্ত।।

▪ নিয়োগ প্রক্রিয়া : মাল্টি টাস্কিং স্টাফ পদের কর্মী নিয়োগের ক্ষেত্রে স্টাফ সিলেকশন কমিশনার তরফে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা আয়োজন করা হয়। পরীক্ষায় পাশ করার পর ডকুমেন্ট ভেরিফিকেশনের ভিত্তিতে প্রার্থী নিয়োগ করা হয়।


  তৃতীয়তঃ West Bengal Police, Kolkata Police Constable. 

কেন্দ্র সরকার ছাড়াও শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে আমাদের রাজ্য কিছু সরকারি চাকরি রয়েছে। রাজ্যের সেসমস্ত সরকারি চাকরির মধ্যে একটি হলো পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের কনস্টেবল পদের চাকরি। উচ্চ মাধ্যমিক শেষ করে বহু ছেলেমেয়ে আছে যারা পরিবারের পাশে দাঁড়ানোর জন্য মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবল পদের চাকরির জন্য প্রস্তুতি নিয়ে থাকেন। কারণ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতার চাকরি হলেও উক্ত পদের মাসিক বেতন কিন্তু যথেষ্ট ভালো।

▪ পদ : WBP, KP Constable. 

▪ যোগ্যতা ; শুধুমাত্র মাধ্যমিক পাস, এছাড়াও শারীরিক যোগ্যতা প্রয়োজন।

▪ বয়স : সর্বনিম্ন ১৮-২৭ বছর।

▪ মাসিক বেতন ; ২৫,০০০/-৫৮,৬০০/টাকা পযর্ন্ত।

▪ নিয়োগ প্রক্রিয়া : লিখিত পরীক্ষা, শারীরিক মাপ, ইন্টারভিউ।


চতুর্থতঃ Indian Railways Group D Jobs.

মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় ভারতীয় রেলওয়েতেও প্রচুর সংখ্যক শূন্য পদে চাকরি হয়ে থাকে। প্রতিবছরই ভারতীয় রেলওয়ে বিভিন্ন ডিভিশনে গ্রুপ ডি লেভেলের বিভিন্ন ধরনের পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এখানে বলে রাখা ভালো গ্রুপ ডি লেভেলের বিভিন্ন ধরনের পদ হয়ে থাকে।প্রতিটি পদের দায়িত্ব যেহেতু আলাদা, সেই কারণে গ্রুপ ডি লেভেলের এক একটি পদের বেতন একেক রকমের হয়ে থাকে। তবে এক্ষেত্রে একটা জিনিস বলে রাখা ভালো, মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি প্রার্থীদের কিন্তু আইটিআই কোর্স করতে হয়। 

▪ পদ : Indian Railway Group D Jobs.

▪ যোগ্যতা ; মাধ্যমিক + ITI পাস

▪ বয়স : সর্বনিম্ন ১৮-৩৩ বছর।

▪ মাসিক বেতন ; ১৮,০০০/-২২,০০০/টাকা পযর্ন্ত।

▪ নিয়োগ প্রক্রিয়া : কম্পিউটার ভিত্তিক পরীক্ষা।


পঞ্চমঃ West Bengal Forest Guard-এর চাকরি.

আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা বন বিভাগে কাজ করতে চায়। বন বিভাগকে অফিসার পদ ছাড়াও বেশ কিছু পদ থাকে যেখানে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে আবেদন করা যায়। সেসব পদের মধ্যে একটি হলো ফরেস্ট গার্ড পদ। মাঝেমধ্যেই রাজ্যের বনদপ্তরের তরফে ফরেস্ট গার্ড নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। যদি তোমার ফরেস্ট গার্ড পদে চাকরি করার স্বপ্ন থেকে থাকেন তাহলে অবশ্যই এখন থেকে এই পদের জন্য প্রস্তুত হতে থাকো।

▪ পদ : WB Forest Guard

▪ যোগ্যতা ; শুধুমাত্র মাধ্যমিক পাস

▪ বয়স : সর্বনিম্ন ১৮-৪০ বছর।

▪ মাসিক বেতন ; আনুমানিক ১৫,০০০/

▪ নিয়োগ প্রক্রিয়া : লিখিত পরীক্ষা; ইন্টারভিউ।


এটাও দেখো : স্টুডেন্ট লাইফে অনলাইন ইনকামের 10টি সেরা ও সহজ উপায়

▪ ষষ্ঠঃ BSF, CISF এর চাকরি ; 

ভারতের বিভিন্ন প্রতিরক্ষা বাহিনী যেমন বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF) এবং সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে (CISF) ও কিন্তু মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতায় যুক্ত হওয়া যায়। প্রতিবছরই স্টাফ সিলেকশন কমিশনের তরফে কয়েক হাজার শূন্য পদে নিয়োগের পরীক্ষা আয়োজন করা হয়। তবে বর্ডার সিকিউরিটি ফোর্স এবং সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স নিজেও নিয়োগের জন্য পরীক্ষা আয়োজন করতে পারে। প্রতিরক্ষা বাহিনীর সবচেয়ে ভালো দিক হলো এখানে যোগ্য ছেলে এবং মেয়ে উভয় প্রার্থীরাই ভারতের সকল রাজ্য,সকল জেলা থেকে আবেদন জানাতে পারে উক্ত পদের জন্য।

▪ পদ : BSF,CISF

▪ যোগ্যতা ; মাধ্যমিক পাস + শারীরিক যোগ্যতা,

▪ বয়স : সর্বনিম্ন ১৮-২৩ বছর।

▪ মাসিক বেতন ; ২১,৭০০/ থেকে ৬৯,১০০/

▪ নিয়োগ প্রক্রিয়া : লিখিত পরীক্ষা; শারীরিক টেস্ট, মেডিকেল টেস্ট, ডকুমেন্টস ভেরিফিকেশন।


উল্লেখ্য যে, এখানে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে যে সমস্ত চাকরির কথা উল্লেখ করা হয়েছে, এই সকল চাকরি ছাড়াও ভারতে কেন্দ্র এবং রাজ্য সরকারের প্রচুর ভালো বেতনের চাকরি রয়েছে, যেখানে আপনারা মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতাতেই আবেদন করতে পারেন।


এটাও পড়ো : স্কুল কলেজের ছাত্রছাত্রীদের জীবন বদলে দেওয়ার মতো সেরা 5টি অনলাইন কোর্স



Post a Comment

Previous Post Next Post