🎯Score 90%+! 2026 Madhyamik History Chapter-wise 4 & 8 Marks Questions Suggestion🔥📌

2026-madhyamik-history-suggestion-chapter-wise-4-8-marks-questions

2026 Madhyamik History Chapter-wise 4 & 8 Marks Questions Suggestion : আগামী বছর অর্থাৎ যারা ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছো, সেই সকল ছাত্র-ছাত্রীদের জন্য আমাদের আজকের এই ব্লগপোস্ট। এই ব্লগপোস্টে আমরা দশম শ্রেণীর ইতিহাস সিলেবাসের (WBBSE Class 10 History Syllabus) অন্তর্গত সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বাছাই করে তোমাদের জন্য অর্থাৎ 2026 সালের মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য কিছু প্রশ্নের সাজেশন শেয়ার করেছি। আশা করি ২০২৬ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার 4,8 মার্কের প্রশ্নের সাজেশন তোমাদের কাজে আসবে।

ইতিহাসের ধারণা

  • ১) নতুন সামাজিক ইতিহাস কী? কোন দৃষ্টিভঙ্গি থেকে নতুন সামাজিক ইতিহাসের চর্চা করা হয়? // আধুনিককালে নতুন সামাজিক ইতিহাসচর্চাকে কারা জনপ্রিয় করে তুলেছে?
  • ২) নারী ইতিহাসের ওপর একটি টীকা লেখো। ***
  • ৩) বিপিনচন্দ্র পালের আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম কী? এর মূল বক্তব্য কী? // ইতিহাসচর্চার ক্ষেত্রে এর গুরুত্ব কোথায়? ***
  • ৪) রবীন্দ্রনাথ ঠাকুরের 'জীবনস্মৃতি' // সরলাদেবী চৌধুরানির 'জীবনের ঝরাপাতা' আত্মজীবনী দুটির ঐতিহাসিক মূল্য বিচার করো। ***
  • ৫) আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে সাময়িকপত্র ও সংবাদপত্রের গুরুত্ব কী? **
  • ৬) ইতিহাসের উপাদান হিসেবে বঙ্গদর্শন / সোমপ্রকাশ পত্রিকার গুরুত্ব বিশ্লেষণ করো।**
  • ৭) পরিবেশচর্চা কেন ইতিহাসচর্চার ক্ষেত্রে সম্প্রতি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে? * ****

সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা

  • উনিশ শতকের বাংলার সমাজচিত্র: হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা // হুতোম প্যাঁচার নকশা // নীলদর্পন
  • টীকা: মেকলে মিনিট // উডের ডেসপ্যাচ
  • ১) 'উডের নির্দেশনাম' ১৮৫৪ কে এদেশের শিক্ষা বিস্তারে 'মহাসনদ' বা 'ম্যাগনাকার্টা' বলা হয় কেন? ***
  • ২) উনিশ শতকের বাংলায় পাশ্চাত্য শিক্ষার প্রসারে রাজা রামমোহন রায় // নারী শিক্ষার বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান বিশ্লেষণ করো। ***
  • ৩) বাংলায় পাশ্চাত্য শিক্ষার প্রসারে ডেভিড হেয়ার // নারী শিক্ষার প্রসারে ড্রিঙ্কওয়াটার বেতনের ভূমিকা আলোচনা করো। ***
  • ৪) এদেশের চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিক্যাল কলেজের ভূমিকা কিরূপ ছিল? ***
  • ৫) শ্রীরামকৃষ্ণের 'সর্বধর্ম-সমন্বয়'-এর আদর্শ ব্যাখ্যা করো। ***
  • ৬) ধর্মসংস্কার আন্দোলনের ক্ষেত্রে ব্রাহ্ম আন্দোলনের মূল্যায়ন করো।
  • ৭) বাংলা নবজাগরণে নব্যবঙ্গ গোষ্ঠীর ভূমিকা আলোচনা করো। ***

প্রতিরোধ ও বিদ্রোহ

  • ১) কী উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রনয়ণ করেছিল? ***
  • // ঔপনিবেশিক অরণ্য আইন কীভাবে আদিবাসীদের পক্ষে ক্ষতিকর হয়েছিল?
  • ২) বিপ্লব, বিদ্রোহ ও অভ্যুত্থানের মধ্যে একটি তুলনামূলক আলোচনা করো।
  • ৩) বাংলায় ওয়াহাবি আন্দোলনের কারণ / বৈশিষ্ট্য আলোচনা করো।
  • ৪) ফরাজি আন্দোলন কী শুধুই ধর্মীয় আন্দোলন ছিল? তোমার মতের সপক্ষে যুক্তি দাও। **
  • ৫) মুন্ডা বিদ্রোহের কারণগুলি আলোচনা করো।
  • ৬) বারাসত বিদ্রোহ সম্পর্কে সংক্ষিপ্ত টীকা লেখো। // এই বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো।
  • ৭) সন্ন্যাসী ফকির বিদ্রোহের কারণগুলি কী ছিল?
  • ৮) ১৮৫৫ সালে সাঁওতালরা কেন বিদ্রোহ করেছিল? **
  • ৯) ভারতে কোম্পানির শাসনকালে কৃষক বিদ্রোহের কারণগুলি কী ছিল?
  • ১০) নীল বিদ্রোহ:,কারণ, বৈশিষ্ট্য? ফলাফল
  • নীল বিদ্রোহের প্রতি বাঙালী বুদ্ধিজীবি শ্রেণির প্রতিক্রিয়া কেমন ছিল? ******

সংঘবদ্ধতার গোড়ার কথা

  • • ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ****
  • ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি।
  • ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালী সমাজের মনোভাব।
  • ১৮৫৭ সালের বিদ্রোহকে কী 'প্রথম স্বাধীনতা যুদ্ধ' বলা যায়?
  • ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের ব্যর্থতার কারণ।
  • গুরুত্বপূর্ণ টীকা :
  • মহারানির ঘোষনাপত্র // ইলবার্টবিল // জমিদার সভা (উদ্দেশ্য ও কার্যাবলি)
  • ১) হিন্দুমেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? // জাতীয়তাবাদ প্রসারে এর ভূমিকা বিশ্লেষণ করো।
  • ২) বঙ্গভাষা প্রকাশিকা সভায় কী প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা যায়? ***
  • ৩) ভারতসভার প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা বিশ্লেষণ করো।
  • // ভারতসভার রাজনৈতিক কর্মকান্ডগুলি আলোচনা করো।জাতীয়তাবাদের ধারা প্রসারের ক্ষেত্রে আনন্দমঠ / গোরা / বর্তমান ভারত গ্রন্থের ভূমিকা
  • ৪) গগণেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র ও তৎকালীন ভারত আলোচনা করো (দেখে রাখবে)

বিকল্প চিন্তা ও উদ্যোগ

  • ১) শ্রীরামপুর মিশন কীভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিনত হল? // উইলিয়াম কেরি বিখ্যাত কেন? **
  • ২) বাংলা ছাপাখানার বিকাশে ইউ. রায়, এন্ড সন্স // উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ভূমিকা
  • ৩) বাংলায় কারিগরি শিক্ষার বিকাশে BTI (বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট) এর ভূমিকা **
  • ৪) ছাপাবইয়ের সঙ্গে শিক্ষাবিস্তারের সম্পর্ক কী? **
  • ৫) মুদ্রণ শিল্পের গঙ্গাকিশোর ভট্টাচার্যের অবদান আলোচনা করো।***
  • ৬) বাংলা বিজ্ঞানচর্চার বিকাশে মহেন্দ্রলাল সরকার // বসু বিজ্ঞান মন্দিরের অবদান
  • ৭) রবীন্দ্রনাথের ঔপনিবেশিক শিক্ষাভাবনার সমালোচনা করো।
  • ৮) বাংলা ছাপাখানার (মুদ্রণ ও প্রকাশনায়) বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান।
  • ৯) বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ (টাকা)
  • জাতীয় শিক্ষা পরিষদ (টীকা)
  • ১০) বিজ্ঞানের মৌলিক গবেষণায় 'Indian Association for the Cultivation of Science' বা (IACS) এর গুরুত্ব আলোচনা করো

বিশ শতকের ভারতে শ্রমিক, কৃষক ও বামপন্থী আন্দোলন

  • ১) বারদৌলি সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের কিরূপ মনোভাব ছিল?
  • ২) বঙ্গভঙ্গ বিরোধী / আইন অমান্য আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা।
  • ৩) তেভাগা আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও।
  • ৪) অসহযোগ আন্দোলনকালে উত্তরপ্রদেশের কৃষক আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও।
  • টীকা:
  • • ওরার্কার্স অ্যান্ড পেজেন্টস্ পার্টি
  • • মিরাট ষড়যন্ত্র মামলা
  • **• বামপন্থী আন্দোলন ও মানবেন্দ্রনাথ রায় ***

বিশ শতকের ভারতের নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন

  • ১) বিশ শতকের নারী আন্দোলন গুলির বৈশিষ্ট্যগুলি কী ছিল?
  • ২) প্রীতিলতা ওয়াদ্দেদার/বীণা দাস স্মরণীয় কেন?
  • ৩) টীকা: দীপালি সংঘ / বিনয়-বাদল-দীনেশ /
  • ৪) সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা কী ছিল?
  • ৫) ভারতে বিপ্লবী আন্দোলনে আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনীর ভূমিকা কী ছিল?
  • ৬) ভারতছাড়ো আন্দোলন পর্বে নারীদের ভূমিকা।
  • ৭) দলিত অধিকার বিষয়ে গান্ধী ও আম্বেদকর বিতর্ক ***
  • ৮) সূর্য সেন স্মরণীয় কেন? // জালালাবাদের যুদ্ধ ***

উত্তর ঔপনিবেশিক ভারত

  • ১) ভারত সরকার কীভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে সংযুক্ত করার প্রশ্নটি সমাধান করেছিল? **
  • ২) কীভাবে হায়দ্রাবাদ / জুনাগড়/কাশ্মীর রাজ্যটির ভারতভুক্তি হয়?
  • ৩) কীভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয়?
  • ৪) দেশবিভাগ ও উদবাস্তুজনীত সমস্যা।
  • ৫) ভারত সরকার উদবাস্তু সমস্যার সমাধানে কী কী উদ্যোগ গ্রহণ করেছিল? **
  • ৬) দেশীয় রাজ্যপালের ভারতভুক্তির বিষয়ে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা।
  • ৭) স্বাধীনতা লাভের পরে ভারতীয় রাজ্যপালের ভাষার ভিত্তিতে পুনর্গঠনের জন্য কী কী পদক্ষেপ নেওয়া হয়েছিল? ***
  • ৮) দেশভাগের পরবর্তী পাঞ্জাব ও বাংলায় উদবাস্তু সমস্যার কী কী চরিত্রগত পার্থক্য ছিল?
এখানে ক্লিক করো👉 : মাধ্যমিক ইতিহাসের সেরা মকটেস্ট

 


সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা

  • ১) শিক্ষা বিস্তারে প্রাচ্য ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী? উচ্চশিক্ষার বিকাশে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। ***
  • ২) ভারতের পাশ্চাত্য শিক্ষার বিস্তার সম্পর্কে লেখো।
  • ৩) রাজা রামমোহন রায়কে 'বাংলা নবজাগরণের অগ্রদূত' বা 'ভারতের প্রথম আধুনিক মানুষ' বলার কারণ কী?
  • ৪) উনিশ শতকের ভারতে সমাজসংস্কারে নব্যবঙ্গ আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই আন্দো লেখক ডিরোজিওর ভূমিকা সম্পর্কে লেখো। // এই আন্দোলন ব্যর্থ হয়েছিল কেন? **
  • ৫) উনিশ শতকে বাংলা সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজের ভূমিকা আলোচনা করো।***
  • ৬) উনিশ শতকের প্রথমার্ধে সতীদাহপ্রথা বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও। রামমোহন রায় কীভাবে সীমাহীন প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্যমন্ডিত করেন? ***
  • ৭) উনিশ শতকের বাংলার নবজাগরণের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো। **

প্রতিরোধ ও বিদ্রোহ অধ্যায়ের সাজেশন 2026

  • ১) সন্ন্যাসী ফকির বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য কী? এই বিদ্রোহ ব্যর্থ হল কেন? **
  • ২) নীল বিদ্রোহ ঘটেছিল কেন? এই বিদ্রোহের পটভূমি/বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। ****
  • ৩) সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো।
  • ৪) বাংলায় ওয়াহাবি / ফরাসি আন্দোলনের পরিচয় দাও। **** //এই বিদ্রোহ ব্যর্থ হয় কেন?
  • ৫) মুন্ডা বিদ্রোহের কারণ কী ছিল? এই বিদ্রোহের গুরুত্ব কী?

সঙ্গবদ্ধতার গোড়ার কথা অধ্যায়ের সাজেশন 8 মার্ক

  • ১) সংক্ষেপে ১৮৫৭ এর মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো। ****
  • ২) উনিশ শতকের লেখায় ও রেখায় কীভাবে জাতীয়তাবোধের বিকাশ ঘটেছিল তা আলোচনা করো। **

বিকল্প চিন্তা ও উদ্যোগ অধ্যায়ের বড়ো প্রশ্নের সাজেশন

  • ১) উনিশ শতকের বাংলায় ছাপাখানার বিকাশ / বিজ্ঞান শিক্ষার বিকাশ/ কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা করো।
  • ২) রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাচিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয়। ****
  • ৩) মানুষ, প্রকৃতি, শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও।

বিশ শতকের ভারত : কৃষক,শ্রমিক ও বামপন্থী আন্দোলন

  • ১) উনিশ শতকে ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলনে
  • ২) বিশ শতকের ভারতে কৃষক আন্দোলনের পরিচয় দাও। এই আন্দোলনে কংগ্রেস / বামপন্থীদের ভূমিকা আলোচনা করো।
  • ৩) ভারতছাড়ো আন্দোলনে শ্রমিকদের ভূমিকা বিশ্লেষণ করো।
  • ৮) 1918-1934 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের শ্রমিক আন্দোলনের পরিচয় দাও। এই আন্দোলনে দুর্বল করার জন্য ব্রিটিশ সরকার কী পদক্ষেপ নিয়েছিল? অথবা, প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে ভারতে শ্রমিক আন্দোলন কীভাবে গতিপ্রাপ্ত হয়?

বিশ শতকের ভারতের নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন

  • ১) সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো। ****
  • ২) 1930 এর দশকে বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের ভূমিকা আলোচনা করো। ****
  • ৩) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের সমাজ কীভাবে অংশগ্রহণ করেছিল? এই আন্দোলনের সীমাবদ্ধতা কী ছিল? ****
  • ৪) ভারতে দলিত রাজনীতি বা দলিত আন্দোলনের কারণ কী ছিল? এ-প্রসঙ্গে গান্ধী-আম্বেদকর দ্বন্দ্ব সম্পর্কে কী জানেন? **

Post a Comment

Previous Post Next Post