📖 সকল MCQ, SAQ প্রশ্নের উওর সহ ২০২৫ মাধ্যমিক বাংলা প্রশ্নপত্রের সমাধান🔥

২০২৫ মাধ্যমিক বাংলা প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান || Madhyamik 2025 Bengali Paper MCQ,SAQ Solution – See the Correct Answers!

2025-madhyamik-bengali-question-paper-mcq-saq-solution

আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিগত বছরের প্রশ্নপত্র সবসময়ইয গুরুত্বপূর্ণ। কারণ বিগত বছরের প্রশ্নপত্র থেকে তোমরা এটা ধারণা করতে পারবে যে মাধ্যমিকে আসলে বিভিন্ন অধ্যায় থেকে কী ধরনের প্রশ্ন হয়ে থাকে এবং তোমাদেরই বা সেই অধ্যায়ের উপর কিভাবে পরীক্ষা প্রস্তুতি নিতে হবে। ছাত্র-ছাত্রীদের সুবিধার্থেই আজ আমরা Madhyamik Bengali Previous Year Question Paper (PYQP) হিসাবে ২০২৫ মাধ্যমিক বাংলা প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান নিয়ে এসেছি। এখানে তোমরা '2025 Madhyamik Bengali Question Paper' এর সকল MCQ & SAQ এর উওর পেয়ে যাবে।

🎯 2025 Madhyamik Bengali Question Paper MCQ Answer Key

১. সঠিক উত্তরটি নির্বাচন করো:

১.১ বাক্যের অর্থবোধের জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলি যখন ঠিকঠাক বসে, তাকে বলে-

ক) যোগ্যতা

খ) আকাঙ্ক্ষা

গ) আসত্তি।

ঘ) যোগ্যতাশূন্য

উত্তর:- (গ) আসত্তি।


১.২ 'আবার তোরা মানুষ হ'।' বাক্যটি-

ক) নির্দেশক বাক্য

খ) আবেগসূচক বাক্য

গ) অনুজ্ঞাসূচক বাক্য

ঘ) প্রার্থনাসূচক বাক্য

উত্তর:- (গ) অনুজ্ঞাসূচক বাক্য


১.৩ ভাববাচ্যে প্রাধান্য পায়-

ক) কর্তার ভাব

খ) কর্মের ভাব

গ) কর্মকর্তৃবাচ্যের ভাব

ঘ) ক্রিয়ার ভাব

উত্তর:- (ঘ) ক্রিয়ার ভাব


১.৪ 'আমি তোমাকে বইটি দিলাম।' এটি কোন্ বাচ্যের উদাহরণ?

ক) কর্তৃবাচ্যের।

খ) কর্মবাচ্যের

গ) ভাববাচ্যের

ঘ) কর্মকর্তৃবাচ্যের

উত্তর:- (ক) কর্তৃবাচ্যের।


১.৫ "বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পাইলা চেতন।"- কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল?

ক) তিন দণ্ড

খ) চার দন্ড

গ) পাঁচ দণ্ড

ঘ) দু'দণ্ড

উত্তর:- (খ) চার দন্ড


১.৬ রাবণ ইন্দ্রজিৎ-কে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার কোন সময় নির্দেশ করেছিলেন?

ক) অপরাহ্ণে

খ) প্রদোষকালে

গ) প্রভাতে

ঘ) রাত্রে

উত্তর:-গ) প্রভাতে


১.৭ বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল-

ক) এক ডজন

খ) দুই ডজন

গ) তিন ডজন

ঘ) ২৫টি

উত্তর:- (খ) দুই ডজন


১.৮ "প্রাচীন সুমেরিয়ান বা ফিনিসিয়ান" ফিনিসিয়ানদের লেখনী কী ছিল?

ক) নল-খাগড়া

খ) বাঁশের কঞ্চি

গ) ব্রোঞ্জের শলাকা

ঘ) হাড়

উত্তর:- (ঘ) হাড়


১.৯"তবু লিখছে। লুকিয়ে লিখছে।”- এভাবে লেখার কারণ কী?

ক) যেন ভূতে পেয়েছে

খ) যেন স্বপ্নে পেয়েছে

গ) যেন নেশায় পেয়েছে।

ঘ) এক আনন্দের অনুভূতিতে

উত্তর:- (গ) যেন নেশায় পেয়েছে।


১.১০ নদেরচাঁদের বয়স হলো-

ক) ত্রিশ বছর

খ) পয়ত্রিশ বছর

গ) চল্লিশ বছর

ঘ) পঁচিশ বছর

উত্তর:- (ক) ত্রিশ বছর


১.১১ গিরীশ মহাপাত্রের জামার রং ছিল-

ক) গেরুয়া

খ) নীল

গ) রামধনু

ঘ) লাল

উত্তর:- (গ) রামধনু


১.১৩ কত সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেন?

ক) ১৯৩৫ সালে

খ) ১৯৩৬ সালে

গ) ১৯৪৫ সালে

ঘ) ১৯৪৬ সালে

ত্তর:-  (ঘ) ১৯৩৬ সালে


১.১২ 'আফ্রিকা' কবিতায় 'আদিম যুগ' ছিল-

ক) অন্ধকার

খ) উদ্‌ভ্রান্ত

গ) শান্ত

ঘ) আন্তরিক

উত্তর:- (খ) উদ্‌ভ্রান্ত


১.১৪ অনুসর্গ-প্রধান কারক।

ক) চার প্রকার

খ) তিন প্রকার

ঘ) পাঁচ প্রকার

গ) দুই প্রকার

উত্তর:- (গ) দুই প্রকার


১.১৫ 'বুলবুলিতে ধান খেয়েছে''বুলবুলি'র সঙ্গে 'তে' যুক্ত হয়ে কী কারক হয়েছে?

ক) অধিকরণ কারক

খ) কর্তৃকারক

গ) কর্মকারক

ঘ) অপাদান কারক 

উত্তর:- (খ) কর্তৃকারক


১.১৬ কোন্ সমাসে উভয় পদের অর্থ অক্ষুন্ন থাকে?

ক) দ্বন্দু সমাসে

খ) কর্মধারয় সমাসে

গ) বহুব্রীহি সমাসে

ঘ) দ্বিগু সমাসে

উত্তর:- (ক) দ্বন্দু সমাসে


১.১৭ যে সমাসে পূর্বপদে উপমেয় ও পরপদে উপমান এবং সাধারণ ধর্মটি উহ্য থাকে, তাকে

বলে-

ক) রূপক কর্মধারয়

খ) উপমিত কর্মধারয়

গ) উপমান কর্মধারয়

ঘ) সাধারণ কর্মধারয়

উত্তর:- (খ) উপমিত কর্মধারয়



2025 Madhyamik 2025 Bengali Question Paper SAQ Solution

২. কম-বেশি ২০টি শব্দে নীচের প্রশ্নগুলির উত্তর দাও:

২.১ যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও:


২.১.১ 'নদীর বিদ্রোহ' গল্পের লেখকের প্রকৃত নাম কী?

উত্তর:- প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়


২.১.২ অমৃতের মা ওকে বেকায়দায় ফেলার জন্য কী বলেছিলেন?

উত্তর:-  অমৃতের মা অমৃতকে বেকায়দায় ফেলার জন্য বলেছিলেন,নতুন জামা কেনার আগে ইসাবের বাবা ইসাবকে খুব মেরেছিলেন। তাই অমৃতও যদি ইসাবের মতো মার খেতে রাজি থাকে তাহলেই সে নতুন জামা

পাবে।


২.১.৩ "বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা।" -কোন কথাটার কথা বলা হয়েছে?

উত্তর:- তপনের গল্প লেখা আর মেসোমশাইয়ের তা ছাপিয়ে দেওয়ার প্রতিশ্রুতির কথাই চায়ের টেবিলে ওঠে|


২.১.৪ "তার আমি জামিন হতে পারি।"-বস্তা কার জামিন হতে পারেন?

উত্তর:-  নিমাইবাবু জিজ্ঞাসাবাদের জন্য গিরিশ মহাপাত্রকে আটক করলেও তার বেশভূষা ও দেখে অপূর্বর ধারণা হয় সে সব্যসাচী নয়। তাই অপূর্ব উক্ত বিষয়ে জামিন হতে চায়।


২.১.৫ "পরম সুখ কাকে বলে জানেন?" -বক্তা কাকে 'পরম সুখ' বলেছেন?

উত্তর:-'বহুরূপী' গল্পে বিরাগী হরিদার মতানুসারে, সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে অনন্তের সাধনায় আত্মনিয়োগ করতে পারলেই 'পরম সুখ' লাভ করা যায়|


২.২ যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও:

২.২.১ "বিস্মিত হইল বালা ..." -বালা কী দেখে বিস্মিত হয়েছিল? 

উত্তর:-সমুদ্রতীরে অচেতন কন্যার সৌন্দর্য দেখে সমুদ্রকন্যা পদ্মা বিস্মিত হয়েছিলেন।


২.২.২ "যথা বৃহন্নলারূপী কিরীটী,"-'বৃহন্নলারূপী কিরীটী' কে?

উত্তর:- 'অভিষেক' পদ্যাংশে উল্লিখিত 'বৃহন্নলারূপী কিরীটি' হলেন মহাভারতের অন্যতম বীর যোদ্ধা অর্জুন।


২.২.৩ "সব চূর্ণ হয়ে গেল," কী চূর্ণ হয়ে গেল?

উত্তর:-সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম,গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা চিমনি, প্রাচীন জলতরঙ্গসব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে।


২.২.৪ "অশুভ ধ্বনিতে ঘোষণা করল". কারা, কী ঘোষণা করলো?

উত্তর:-

২.২.৫ অস্ত্রের বিরুদ্ধে একটি কোকিল কীভাবে গান বাঁধবে?

উত্তর:-


২.৩ যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও:


২.৩.১ পরিভাষার উদ্দেশ্য কী?

উত্তর:- পরিভাষার উদ্দেশ্য হল, ভাষাকে সংক্ষিপ্ত করা এবং তার অর্থ সুনির্দিষ্ট করা। অনর্থক বর্ণনা পরিহার করে বিষয়কে সংক্ষিপ্তাকারে প্রকাশ করাই হল পরিভাষার কাজ।


২.৩.২ "তাতে অনেকে মুশকিলে পড়েছেন," কিসে 'মুশকিলে' পড়ার কথা বলা হয়েছে?

উত্তর:-  যে লোক আজন্ম ইজার পরেছে তার পক্ষে হঠাৎ ধুতি পরা অভ্যাস করা একটু শক্ত। আমাদের সরকার ক্রমে ক্রমে রাজকার্যে দেশি পরিভাষা চালাচ্ছেন, তাতে অনেকে মুশকিলে পড়েছেন, কারণ তাঁদের নূতন করে শিখতে হচ্ছে।


২.৩.৩ 'ক্যালিগ্রাফিস্ট' কাদের বলে?

উত্তর:- 'হারিয়ে যাওয়া কালি কলম' প্রবন্ধ অনুসারে মধ্যযুগে এবং তার পরবর্তীকালে যাঁরা ছিলেন ওস্তাদ কলমবাজ বা লিপিকুশলী,যে-সমস্ত লিপিকরদের লেখা পুথি দেখলে চোখ জুড়িয়ে যায়, তাদের বলা হত ক্যালিগ্রাফিস্ট


২.৩.৪ "বাস, ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম।" -বক্তা 'ভ্যাবাচ্যাকা খেয়ে' গেলেন কেন?

উত্তর:-


২.৪ যে-কোনো আটটি প্রশ্নের উত্তর দাও:

২.৪.১ 'যুক্তির পথে হাঁটো' ভাববাচ্যে রূপান্তর করো।

উত্তর:- যুক্তির পথে হাঁটো হোক '|

২.৪.২ 'প্রত্যেককে'- ব্যাসবাক্যসহ সমাসের নাম করো।

উত্তর:-

২.৪.৩ উক্ত কর্তা কাকে বলে?

উত্তর:- কর্তৃ বাচ্যের কর্তাকে উক্ত কর্তা বলে।

 উত্তর:-কর্তৃবাচ্যে কর্তার সঙ্গে ক্রিয়ার সম্পর্ক সরাসরি অর্থাৎ সাক্ষাৎ-সম্পর্ক। উক্ত বাচ্যের ক্রিয়ার কর্তাকেই বলা হয় উত্ত কর্তা বা কর্তৃবাচ্যের কর্তা।

২.৪.৪ একটি মিশ্র বাক্যের উদাহরণ দাও।

 উত্তর:- আমার পেনসিল-বাক্সে একটি রাবার আছে এবং যে বন্ধু আমার সঙ্গে আছে তাকে আমি রাবারটি দেব (সরল + জটিল)। 

২.৪.৫ 'কদাকার' পদটির ব্যাসবাক্যসহ সমাসের নাম করো।।

উত্তর:- কদাকার = কু আকার যার—বস্ত্রীহি সমাস।

২.৪.৬ কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে রূপান্তরের প্রধান শর্ত কী?

উত্তর:-

২.৪.৭ অপাদান কারকে শূন্য বিভক্তির একটা উদাহরণ দাও।

উত্তর:-শ্যাম (শ্যাম + শূন্যবিভক্তি) স্কুলে যায়|

২.৪.৮ অনুসর্গযোগে করণ কারকের একটি উদাহরণ দাও।

উত্তর:- নীরা কলম দিয়ে লেখে। (উপকরণ - কলম)

২.৪.৯ ব্যাসবাক্য কাকে বলে?

উওর:- “সমস্ত পদকে ভাঙ্গিয়া যে বাক্যাংশ করা হয়, তাহাকে সমাসবাক্য বা ব্যাসবাক্য বলা হয়।”  সমস্তপদ বা সমাসবদ্ধ পদ: সমাসের মাধ্যমে ব্যাসবাক্য থেকে সমস্যমান পদগুলি মিলিত হয়ে গঠিত সমাসনিষ্পন্ন একটি পদ।

২.৪.১০ 'আমি ছিলাম কালিকলমের ভক্ত।'-

বাক্যটিকে প্রশ্নসূচক বাক্যে পরিবর্তন করো।

উত্তর:-



৩. প্রসঙ্গ নির্দেশসহ কম-বেশি ৬০টি শব্দে উত্তর দাও:


৩.১ যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:


৩.১.১ "তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়।" -'তখন' বলতে কোন্ সময়ের কথা বলা হয়েছে? বক্তা 'আহ্লাদে কাঁদো কাঁদো' কেন?

৩.১.২ "এতে দুজনেরই ভয় কেটে গেল," -

দু'জন কে কে? কীভাবে তাদের ভয় কেটে গেল?

৩.২ যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

৩.২.১ "পৃথিবী হয়তো গেছে মরে" -

কোন্ কবিতার উদ্ধৃতি? উদ্ধৃতিটির অর্থ পরিস্ফুট করো।

৩.২.২ "এ অদ্ভুত বারতা, জননি কোথায় পাইলে তুমি," -জননি' কে? তাঁর কোন্ বার্তাকে 'অদ্ভুত' বলা হয়েছে?


৪. কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:

৪.১ "স্পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাঁদেরও বুক ভরে গেল।" - কাদের ভালোবাসার কথা বলা এয়েছে। পরস্পরের প্রতি তাদের ভালোবাসার পরিচয় দাও।

৪.২ "নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদেরচাঁদ দিতে পারে।"- নদের-চাঁদ কী কৈফিয়ত দিতে পারে? এভাবে ভালোবাসার কী পরিণতি হয়?


৫. কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:


৫.১ "চিরচিহ্ন দিয়ে গেল প্রেমার অপমানিত ইতিহাসে।।" -

কাকে একথা বলা হয়েছে? কীভাবে তার 'অপমানিত ইতিহাসে' চিরচিহ্ন দিয়ে গেল?

৫.২ "নমি পুত্র পিতার চরণে করযোড়ে কহিলা"-

পিতা ও পুত্রের পরিচয় দাও। কবিতা অবলম্বনে পিতা-পুত্রের কথোপকথন সংক্ষেপে লেখো।


৬. কম-বেশি ১৫০ শব্দে যে-কোট কানো একটি প্রশ্নের উত্তর দাও :

৬.১ "এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না।"

কোন্ দোষের কথা বলা হয়েছে? কীভাবে এই দোষ থেকে মুক্ত হওয়া সম্ভব বলে লেখক মনে করেন?

৬.২ "আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা।" -বক্তা কোথায় ফাউপ্টেন কিনতে গিয়েছিলেন?

তাঁর ফাউন্টেন কেনার ঘটনাটি বিবৃত করো।


৭. কম-বেশি ১২৫ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:


৭.১ "আজ আপনাদের কার এই ভিক্ষা যে,..." 'আপনাদের' বলতে মা কাদের বুঝিয়েছেন? তিনি কেন, কী 'ভিক্ষা' চেয়েছেন?

৭.২ "তার সামান্য পরিচয় ভাজ দিয়ে রাখলাম।" -কার উদ্দেশ্যে বক্তা এইকথা বলেছেন? তিনি কী 'সামান্য পরিচয়' দিয়ে রাখলেন?


৮. কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :

৮.১ "গাছে অনেকদূর উঠে গেছি। মই কেড়ে নিলে নামতে পারব না।” –বক্তা কে? তার এই কথাটির তাৎপর্য বুঝিয়ে দাও। 

৮.২ 'কোনি' উপন্যাস অবলম্বনে প্রশিক্ষক ক্ষিতীশ সিংহের চরিত্র সংক্ষেপে আলোচনা করো।

৮.৩ 'বারুণী' কী? বারুণী উপলক্ষে গঙ্গাতীরের যে দৃশ্য 'কোনি' উপন্যাসে ফুটে উঠেছে, তা লেখো।


৯. চলিত বাংলায় অনুবাদ করো

Work is another name of life. Idle persons have no place on earth. Wastage of time means wastage of life. If you want to be happy, you have to do your duties regulagy.


১০. কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:

১০.১ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো।

১০.২ 'জলের অপচয় রোধে সচেতনতা শিবির'-এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো।





Post a Comment

Previous Post Next Post