তোমরা সকলেই জানো যে মাধ্যমিক ইতিহাস পরীক্ষার ক্ষেত্রে বিগত বছরের প্রশ্নপত্র ঠিক কতটা গুরুত্বপূর্ণ। বিগত বছরের প্রশ্নের গুরুত্বের কথা মাথায় রেখেই আজকের এই ব্লগ পোস্টে আমরা আমাদের প্রিয় ছাত্র-ছাত্রীদের জন্য, মাধ্যমিক ইতিহাস 2017 থেকে মাধ্যমিক ইতিহাস ২০২২ ইতিহাস প্রশ্নপত্রের সমস্ত সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর অর্থাৎ MCQ & SAQ সমাধান (2017-22 Madhyamik History Question Paper MCQ & SAQ Solution) এখানে শেয়ার করেছি। এখানে সবমিলিয়ে তোমরা ২০২৫ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য 140+ MCQ, SAQ Suggestion পেয়ে যাবে।
২০১৭ মাধ্যামিক ইতিহাস প্রশ্নপত্রের MCQ এবং SAQ সমাধান || 2017 Madhyamik History Question Paper MCQ & SAQ Solution
(i) ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন-উওরঃ ইংরেজরা,
(ii) বিপিনচন্দ্র পালের আত্মজীবনী মূলক গ্রন্থের নাম কী?-
উওরঃ সত্তর বৎসর,
(iii) 'বামাবোধিনী' পত্রিকার সম্পাদক ছিলেন -
উওরঃ উমেশচন্দ্র দত্ত,।
** (১৮৬৩ খ্রিষ্টাব্দে প্রথম প্রকাশিত হয়)
** বামা শব্দের অর্থনারী
(iv) সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয়-
উওরঃ ১৮২৩ খ্রিস্টাব্দে।
** জনশিক্ষা কমিটির সভাপতি ছিলেন মেকলে।
(v) নববিধান প্রতিষ্ঠা করেছিলেন-
উওরঃ কেশবচন্দ্র সেন।
** কেশব চন্দ্র সেন কে ব্রমানন্দ উপাধি দিয়েছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর।
(vi) সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন-
উওরঃ কোল বিদ্রোহে,
** কোল বিদ্রোহ হয়েছিল ১৮৩১ খ্রিষ্টাব্দে।
(vii) ১৮৭৮ খ্রিস্টাব্দের অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয়-
উওরঃ তিনটি স্তরে,
(viii) ১৮৫৭ সালের মহাবিদ্রোহকে 'ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ' বলেছিলেন-
উওরঃ বি.ডি সাভারকর
(ix) ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল-
উওরঃ বঙ্গভাষা প্রকাশিকা সভা,
(x) 'ভারতমাতা' চিত্রটি আঁকেন -
উওরঃ অবনীন্দ্রনাথ ঠাকুর,
(xi) ভারতে 'হাফটোন' প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন- উওরঃ উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ,
(xii) কে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন -
উওরঃ রবীন্দ্রনাথ ঠাকুর, (** ১৯২১ খ্রিষ্টাব্দে)
(xiii) কে 'একা' আন্দোলনের নেতা ছিলেন-
উওরঃ মাদারি পাসি,
(xiv) নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা হয়েছিল
উওরঃ ১৯২০ খ্রিস্টাব্দে।
(xv) কোথায় বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল-
উওরঃ গুজরাটে।
** বারদৌলি সত্যাগ্রহে নেতৃত্বে দিয়েছিলেন বল্লব ভাই প্যাটেল।
(xvi) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল-
উওরঃ ১৯০৫ খ্রিস্টাব্দে..
(বঙ্গভঙ্গের ঘোষণা করেছিলেন লর্ড কার্জন এবং বঙ্গভঙ্গ রদ করা হয়েছিল ১৯১১ সালে)
(xvii) মাতঙ্গিনী হাজরা 'ভারত ছাড়ো' আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন যে স্থানে-
উওরঃ তমলুক.
(xviii) দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন-
উওরঃ লীলা নাগ (রায়),
(xix) ভারতের রাজনীতিতে 'লৌহমানব' বলে পরিচিত ছিলেন-
উওরঃ সর্দা র বল্লভভাই প্যাটেল,
(xx) 'Train to Pakistan' গ্রন্থটি লিখেছিলেন-
উওরঃ খুশবন্ত সিং।
SAQ-
2 -1.1 - ভারতমাতা চিএটি কোন ঐতিহাসিক পটভূমিকায় অঙ্কিত?
উওর : বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের পটভূমিকায়
2.1.2 - নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কোথায় প্রতিষ্ঠিত হয়?
উওর : বোম্বাই- এ প্রতিষ্ঠিত হয়।।
2.1.3- ফরোয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয়?
উওর ; 1939 খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয় এবং প্রতিষ্ঠা করেছিলেন সুভাষচন্দ্র বসু।
2.1.4 - মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে?
উওর : শ্রী হরিচাঁ দ ঠাকুর।
_________________________________________
২০১৮ মাধ্যামিক ইতিহাস প্রশ্নপত্রের MCQ এবং SAQ সমাধান || 2018 Madhyamik History Question Paper MCQ & SAQ Solution
১.জীবনের ঝরাপাতা’ গ্রন্থটি হল একটি –
উত্তরঃ- আত্মজীবনী।
১.২ ‘সোমপ্রকাশ’ ছিল একটি –
উত্তরঃ সাপ্তাহিক পত্রিকা।
** সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষন এবং এই পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় ১৮৫৮
খ্রিষ্টাব্দে।
** এটি ছিল ভারতের প্রথম রাজনৈতিক পত্রিকা।
১.৩ ‘নীলদর্পণ’ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন কে?
উত্তরঃ-রেভা: জেমস লঙ।
১.৪ সতীদাহ প্রথা রদ হয়েছিল কবে?
উত্তরঃ- (খ) ১৮২৯ খ্রি.
(** লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা রদ করেছিলেন ১৭ (XVII) নং রেগুলেশন জারি করে।)
১.৫ কে সর্বধর্ব র্ম সমন্বয়ের আদর্শপ্রচার করেছিলেন –
উত্তরঃ- শ্রীরামকৃষ্ণ দেব।
১.৬ কোল বিদ্রোহ (১৮৩১-৩২) অনুষ্ঠিত হয়েছিল কোথায়?
উত্তরঃ- ছোটোনাগপুরে।
১.৭ ভারতে প্রথম অরণ্য আইন পাস হয় কবে?
উত্তরঃ- (গ) ১৮৬৫ খ্রিস্টাব্দে।
১.৮ কবে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে?
উত্তরঃ- ১৮৫৮ খ্রিস্টাব্দে, ( সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহের পর ভারত শাসন আইন দ্বারা)
১.১০ ভারতসভার প্রথম সভাপতি কে ছিলেন?
উত্তরঃ- রেভাঃ কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়।
(** সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কে ভারত সভার প্রাণপুরুষ বলা হত)
১.১১ বাংলা ভাষায় প্রথম ছাপা বই হল –
উত্তরঃ-এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গোয়েজ।
(** প্রথম বাংলা সচিত্র গ্রন্থ ছিল অন্নদামঙ্গল)
১.১২ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্স (IACS)এর কোন বিজ্ঞানী নোবেল পুরস্কার
পেয়েছিলেন
উত্তরঃ-সি ভি রমন।
** (IACS প্রতিষ্ঠা করেছিলেন ডঃ মহেন্দ্রলাল সরকার)
১.১৩ বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল কোন শ্রেণি?
উত্তরঃ- বাংলার কৃষক শ্রেণি।
১.১৪ বাবা রামচন্দ্র কোথায় কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন?
উত্তরঃ- যুক্তপ্রদেশে।
১.১৫ রম্পা উপজাতীয় বিদ্রোহ সংঘটিত হয়েছিল কোথায়?
উত্তরঃ- গোদাবরী উপত্যকায়
১.১৬ কে ‘নারী কর্ম মন্দির’ প্রতিষ্ঠা করেছিলেন –
উত্তরঃ- ঊর্মিলা দেবী।
১.১৭ সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবীদলের নাম কী?
উত্তরঃ-ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি (IRA)
১.১৮ কে দলিতদের ‘হরিজন’ আখ্যা দিয়েছিলেন?
উত্তরঃ- গান্ধীজি।
১.১৯ কবে স্বতন্ত্র ভাষাভিত্তিক অন্ধ্রপ্রদেশ গঠিত হয়?
উত্তরঃ-১৯৫৩ খ্রি.
** অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
(২.১.১) কোন্বছর ‘সােমপ্রকাশ’-এর প্রকাশনা সাময়িকভাবে স্থগিত রাখা হয় ?
উত্তর: 1878 সালে
(২.১.২) কলকাতার ঔপনিবেশিক স্থাপত্যগুলির যেকোনাে একটি উল্লেখ কর।
উত্তর: রাইটার্স বিল্ডিং
(২.১.৩) রেভাঃ জেমস্লঙ্ কোন অপরাধে অপরাধী সাব্যস্ত হয়েছিলেন ?
উত্তর: নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদক এর জন্য
(২.১.৪) “বিদ্যাহারাবলী’ গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর: ফেলিক্স কেরি
_____________________________________________
২০১৯ মাধ্যামিক ইতিহাস প্রশ্নপত্রের MCQ এবং SAQ সমাধান || 2019 Madhyamik History Question Paper MCQ & SAQ Solution
১.১ মোহনবাগান ক্লাব কবে আই.এফ.এ. শিল্ড জয় করেছিল?
উত্তরঃ ১৯১১ খ্রিঃ
১.২ দাদাসাহেব ফালকে কীসের যুক্ত ছিলেন?
উত্তরঃ চলচ্চিত্রের সঙ্গে
** ভারতের সর্বো চ্চ চলচ্চিত্র পুরস্কার হল দাদাসাহেব ফালকে পুরস্কার।
১.৩ 'গ্রামবার্তা প্রকাশিকা' পত্রিকাটি প্রকাশিত হতো কোথা থেকে?
উত্তরঃ কুষ্ঠিয়া জেলা থেকে
(** গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক ছিলেন হরিনাথ মজুমজুদার। পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৮৬৩
খ্রিস্টাব্দে।)
১.৪ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বি.এ. পরীক্ষা অনুষ্ঠিত হয় কবেব
উত্তরঃ ১৮৬০ খ্রিঃ
** কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও যদুনা দু থ ঘোষ এবং এশিয়ার প্রথম ডি.লিট
ছাত্র ছিলেন বেনীমাধব বড়ুয়া)
১.৫ কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন?
উত্তরঃ ড. এম. জে. ব্রামলি
১.৬ তিতুমিরের প্রকৃত নাম কী ছিল?
উত্তরঃ মির নিসার আলি।
** বাংলার বারাসাত বিদ্রোহী নেতৃত্ব দিয়েছিলেন তিতুমীর। নারকেল বেরিয়া গ্রামে বাঁ শেরকেল্লা নির্মা ণ করেছিলেন
তিতুমীর।)
১.৭ সন্ন্যাসী-ফকির বিদ্রোহের অন্যতম নেতা কে ছিলেন?
উত্তরঃ দেবী চৌধুরানী
(** ব্রিটিশদের বিরুদ্ধে সংঘটিত প্রথম কৃষক বিদ্রোহ ছিল ১৮৬৩ খ্রিস্টাব্দের সংগঠিত হওয়া সন্ন্যাসী ও ফকির
বিদ্রোহ। )
১.৮ "বন্দেমাতরম" সংগীতটি রচিত হয়েছিল কবে?
উত্তরঃ ১৮৭৬ খ্রিঃ
** বন্দে মাতরম সংগীতটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া হয়েছে।
১.৯ 'বর্তমান ভারত' গ্রন্থটি রচনা করেন?
উত্তরঃ স্বামী বিবেকানন্দ
১.১০ গগনেন্দ্রনাথ ঠাকুর পেশায় ছিলেন-
উত্তরঃ ব্যঙ্গ চিত্রশিল্পী
১.১১ 'বর্ণপরিচয়' কবে প্রকাশিত হয়েছিল?
উত্তরঃ ১৮৫৫ খ্রিঃ (বর্ণপরিচয় রচনা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)
১.১২ বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তরঃ ১৯০৬ খ্রিষ্টাব্দে।
১.১৩ সর্বভা র্ব রতীয় কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিলেন —
উত্তরঃ স্বামী সহজানন্দ।
১.১৪ কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল কবে?
উত্তরঃ মাদ্রাজে
১.১৫ কে বাংলার গভর্নরর্ন স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন
উত্তরঃ বীণা দাস।
১.১৬ কে অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন?
উত্তরঃ শচীন্দ্র প্রসাদ বসু
১.১৭ ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল কোথায়?
উত্তরঃ গোদাবরী উপত্যকায়
১.১৮. কোন দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়
উত্তরঃ জুনা জু গড়
১.১৯. ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি কবে গঠিত হয়?
উত্তরঃ ১৯৬০ খ্রিঃ
** অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর :
(i) সোমপ্রকাশ' পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উওর : দ্বারকানাথ বিদ্যাভূষণ।
(ii) সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়?
উওর ; মহাফেজখানায়।
(iii) বাংলায় কোন্শতককে 'নবজাগরণের শতক' বলা হয়?
উওর ; উনিশ শতককে।
(iv) 'উলগুলান' বলতে কী বোঝায়?
উওর : ভয়ংকর বিশৃঙ্খলা বা প্রবল বিক্ষোভ।
______________________________________________
2020 Madhyamik History Question Paper MCQ & SAQ Solution || ২০২০ মাধ্যামিক ইতিহাস প্রশ্নপত্রের MCQ এবং SAQ সমাধান
১.১ 'বিশ্বপরিবেশ দিবস' পালিত হয়-
উওরঃ ৫ ই জুনজু
১.২ ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল যাদের কাছ থেকে -
উওরঃ পর্তুগিজ
১.৩. প্রথম সরকারি শিক্ষা কমিশন (হান্টার কমিশন) গঠিত হয় -
উওরঃ ১৮৭২ খ্রিঃ
১.৪ দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্মসমাজে যোগ দেন-
উওরঃ ১৮৪৩ খ্রিঃ
১.৫ বাংলার নবজাগরণ ছিল-
উওরঃ কলকাতাকেন্দ্রিক
১.৬ দ্বিতীয় অরণ্য আইনে (১৮৭৮) লাভবান হয়েছিল -
উওরঃ ব্রিটিশ সরকার
১.৭. 'হুল' কথাটির অর্থকী?
উওরঃ বিদ্রোহ
১.৮ মহারানির ঘোষণাপত্রের (১৮৫৮) প্রধান উদ্দেশ্য ছিল –
উওরঃ ভারতীয়দের আনুগত্য অর্জন।
(** মহারানীর ঘোষণাপত্র প্রকাশিত হয়েছিল ১৮৫৮ খ্রিস্টাব্দের ১লা নভেম্বর,এলাহাবাদে এবং পাঠ করেছিলেন লর্ড
ক্যানিং। লর্ড ক্যানিং ছিলেন ভারতের প্রথম ভাইসরয়।)
১.৯ ল্যান্ডহোল্ডার্স সোসাইটির সভাপতি ছিলেন-
উওরঃ প্রসন্নকুমার ঠাকুর।
১.১০ হিন্দুমেলার সম্পাদক ছিলেন-
উওরঃ জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর
(** হিন্দু মেলা প্রতিষ্ঠা করেছিলেন নবগোপাল মিত্র ১৮৬৭ খ্রিস্টাব্দে। হিন্দু মেলার অপর নাম চৈত্র মেলা)
১.১১ বাংলা ভাষায় প্রথম বই ছাপা হয়-
উওরঃ ১৭৭৮ খ্রিঃ (বইয়ের নাম : অ্যা গ্রামার অব দ্য বেঙ্গল লেঙ্গুয়েঙ্গু জ)
১.১২ বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর প্রথম অধ্যক্ষ ছিলেন -
উওরঃ প্রমথনাথ বসু
১.১৩ 'দেশপ্রাণ' নামে পরিচিত ছিলেন -
উওরঃ বীরেন্দ্রনাথ শাসমল।
১.১৪ মোপলা বিদ্রোহ (১৯২১) হয়েছিল কোথায়,
উওরঃ মালাবার উপকূলে
১.১৫ "মিরাট ষড়যন্ত্র মামলা' (১৯২৯) হয়েছিল।
উওরঃ শ্রমিক নেতাদের বিরুদ্ধে
(** মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল ৩৩ জন কমিউনিস্ট নেতার বিরুদ্ধে ১৯২৯ সালে।)
১.১৬ কোন সময় ‘ নারী সত্যাগ্রহ সমিতি' প্রতিষ্ঠিত হয়েছিল?
উওরঃ আইন-অমান্য আন্দোলনের সময়ে।
১.১৭ কে 'মাস্টার দা' নামে পরিচিত ছিলেন?
উওরঃ সূর্য সেন।
১.১৮ কে মাদ্রাজে 'আত্মসম্মান আন্দোলন' শুরু করেন-
উওরঃ রামস্বামী নাইকার।
১.১৯ স্বাধীনতার প্রাক্কালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য ছিল কোনটি?
উওরঃ হায়দ্রাবাদ
১.২০ পুনর্গঠিত কেরল রাজ্যটি অবস্থিত ছিল -
উওরঃ মালাবার উপকূলে।
** অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর:
(২.১.১) 'গোরা' উপন্যাসটি কে রচনা করেন?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
(২.১.২) বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম লেখো।
উত্তরঃ অন্নদামঙ্গল
(২.১.৩) কোন বছর শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৮০০ খ্রিস্টাব্দে
(২.১.৪) ঊষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন?
উত্তরঃ ভারত ছাড় আন্দোলনের সাথে
______________________________________________
2022 Madhyamik History Question Paper MCQ & SAQ Solution || ২০২২ মাধ্যামিক ইতিহাস প্রশ্নপত্রের MCQ এবং SAQ সমাধান
১.১ সত্যজিৎ রায় যুক্ত ছিলেন কীসের সঙ্গে?
উত্তর: শিল্পচর্চা র ইতিহাসে
** সত্যজিৎ রায় ১৯৫৫ সালে মুক্তিপ্রাপ্ত পথের পাঁচালী সিনেমার জন্য অস্কার পুরস্কার পেয়েছিলেন। )
১.২ কোথায় প্রথম রেশম আবিষ্কৃত হয়?
উত্তর: চীনদেশে
১.৩ কাকে ‘নিষিদ্ধ শহর’ বলা হয়?
উত্তর: লাসাকে
১.৪ বঙ্গদর্শন’ সাময়িক পত্রটি কোন ধরনের ছিল?
উত্তর: মাসিক পত্রিকা।
(** বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেটা প্রকাশিত হয়েছিল ১৮৭২খ্রিস্টাব্দে)
১.৫ ‘নীলদর্পণ’ নাটকটি ছাপা হয়েছিল?
উত্তর: ঢাকায়
** নীলদর্পণ নাটকটি রচনা করেছিলেন দীনবন্ধু মিত্র এবং এটি ইংরেজিতে অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত
কিন্তু এটি ইংরেজিতে প্রকাশ করেছিলেন জেমস রেভারেন্ড লং সাহেব।
১.৬ রামমােহন রায়ের পরবর্তীকালে কে ব্রাহ্মসমাজ পরিচালনা করেন –
উত্তর: দেবেন্দ্রনাথ ঠাকুর।
১.৭ বাঙালি পরিচালিত প্রথম বাংলা সংবাদপত্রটি হল –
উত্তর: বাঙাল গেজেটি। (বাঙাল গেজেটি পত্রিকার সম্পাদক ছিলেন গঙ্গা কিশোর ভট্টাচার্য।র্য এছাড়াও গঙ্গা কিশোর
ভট্টাচার্য ছিলেন প্রথম বাঙালি পুস্তক বিক্রেতা এবং ব্যবসায়ী।)
১.৮ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক ছিলেন –
উত্তর: দেলওয়ার হােসেন আহমেদ
** কলকাতা বিশ্ববিদ্যালয়ের (১৮৫৭) প্রথম আচার্য ছিলেন লর্ড ক্যানিং এবং প্রথম উপাচার্য ছিলেন স্যার উইলিয়াম
জোন্স কোলভিন।
** প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় এবং দ্বিতীয়তঃ আশুতোষ মুখোপাধ্যায়।
১.৯ ঔপনিবেশিক অরণ্যআইনের বিরুদ্ধে সংঘটিত একটি আদিবাসী বিদ্রোহ হল –
উত্তরঃ চূয়াড় বিদ্রোহ
১.১০ কে ‘সন্ন্যাসী বিদ্রোহ’ কথাটি প্রথম ব্যবহার করেন?
উত্তরঃ ওয়ারেন হেস্টিংস
১.১১ সবচেয়ে দীর্ঘস্থা র্ঘ য়ী কৃষক বিদ্রোহটি কোনটি?
উত্তর: সন্ন্যাসী-ফকির বিদ্রোহ
১.১২ মির নিশার আলি কোন বিদ্রোহে / আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন?
উত্তর: বাংলার ওয়াহাবি আন্দোলনে
১.১৩ ‘রাষ্ট্রগুরু’ নামে পরিচিত ছিলেন –
উত্তর: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
** (রাম রতন মল্লিক কে বাংলার মুকুটহীন রাজা বলা হতো।)
১.১৪ কে মহাবিদ্রোহকে (১৮৫৭) “কৃষক বিদ্রোহ’ আখ্যা দিয়েছেন –
উত্তর: শশীভূষণ চৌধুরি
১.১৫ আনন্দ মােহন বসুছিলেন ভারত সভার-
উত্তরঃ সচিব
১.১৬ কে 'বন্দেমাতরম’ সঙ্গীতটি রচনা করেন –
উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
১.১৭ বসুবিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা, জগদীশচন্দ্র বসুঅধ্যাপক ছিলেন
উত্তর: পদার্থবিদ্যার।
**(১৯১৭ খ্রিস্টাব্দে জগদীশচন্দ্র বসুবসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেছিলেন)
১.১৮ কবে ‘বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল –
উত্তর: ১৯০৩ খ্রিঃ
১.১৯ ‘জাতীয় শিক্ষা পরিষদ’ (১৯০৬)-এর প্রথম সভাপতি ছিলেন –
উত্তর: সত্যেন্দ্রনাথ ঠাকুর
** (জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় ১৯০৬ খ্রিস্টাব্দে এবং জাতীয় শিক্ষা পরিষদের সভাপতি ছিলেন )
১.২০ “দিগদর্শন’-এর সম্পাদক ছিলেন –
উত্তরঃ জোশুয়া মার্শম্যান।।
** অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর:
(২.১.১) বিপিনচন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম কী ?
উত্তর:- সত্তর বৎসর।
(২.১.২) কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন ?
উত্তর:- গুরুদাস বন্দ্যোপাধ্যায়।
(২.১.৩) কত খ্রিষ্টাব্দে ‘নীল কমিশন’ গঠিত হয় ?
উত্তর:- ১৮৬০ খ্রিস্টাব্দে।
(২.১.৪) ‘বর্ণপরিচয়’ কে রচনা করেন ?
উত্তর:- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
______________________________________________
২০১৭-২০২২ মাধ্যামিক ইতিহাস প্রশ্নপত্রের ঠিক ভুল নির্ণয়
২.২ ঠিক বা ভুল নির্ণয় কর : ১×৪=৪
(২.২.১) ‘নদীয়া কাহিনী’ গ্রন্থটি ‘শহরের ইতিহাস’-এর অন্তর্গত।
উত্তর:- ভুল, স্থানীয় বা আঞ্চলিক ইতিহাস।
(২.২.২) বাবা রামচন্দ্র ছিলেন ব্রাহ্মসমাজের নেতা।
উত্তর:- ভুল, কৃষক বিদ্রোহের নেতা।
(২.২.৩) ফরোয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু
উত্তর:- ঠিক।
(২.২.৪) লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন বাসন্তী দেবী।
উত্তর:- ভুল, (সরলাদেবী চৌধুরানী)
(২.২.১) 'সোমপ্রকাশ' পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ।
উত্তরঃ ঠিক
(২.২.২) কলকাতা বিশ্ববিদ্যালয় -এর প্রথম মহিলা এম.এ. ছিলেন কাদম্বিনী বসু(গাঙ্গুলিঙ্গু )।
উত্তরঃ ঠিক
(২.২.৩) বাংলা সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন বাসন্তী দেবী।
উত্তরঃ ভুল (কল্পনা দত্ত, প্রীতিলতা ওয়াদ্দেদার)
(২.২.৪) দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন কল্পনা দত্ত।
উত্তরঃ ভুল (উওর হবে লীনা নাগ)
উপবিভাগ-B- সত্য বা মিথ্যা নির্ণয় করো :
(i) শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন।
উওর : মিথ্যা (স্বামী বিবেকানন্দ, ১৮৯৭ খ্রিষ্টাব্দে)
(ii) মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নরর্ন জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি
উওর : মিথ্যা। (উওর হবে লর্ড ক্যানিং)
(iii) 'গোরা' উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিলেন।
উওর : মিথ্যা।
(iv) গান্ধিজি ও ড. আম্বেদকর যৌথভাবে দলিত আন্দোলন করেছিলেন।
উওর : মিথ্যা।
সত্য - মিথ্যা নির্ণয় করো
1 - মধ্যবিত্ত শিক্ষিত বাঙ্গালীকে নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন উদয়শংকর।
উওর : সত্য।
2 - ভারতসভা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল।
উওর : মিথ্যা। ( সমর্থন করেছিল)
3 - ফরাজী একটি প্রাচীন উপজাতি।
উওর : মিথ্যা। (ফরাজী একটা আন্দোলন)
4 - বাংলায় লাইনো টাইপ প্রবর্তন করে বিদ্যাসাগর।
উওর : মিথ্যা। ( উপেন্দ্রকিশোর রায়চৌধুরী)
Post a Comment