মাধ্যমিক ভূগোলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ৬৫টি প্রশ্ন উওর || Madhyamik Geography Most Important 65+ MCQ,SAQ 2025


মাধ্যমিক ভূগোলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ৬৫টি প্রশ্ন উওর || Madhyamik Geography Most Important 65+ MCQ,SAQ 2025

কিছুদিন পরেই ২০২৫ সালের মাধ্যমিক ভূগোল পরীক্ষা। তাই আজকেরই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা ২০২৫ মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ৬৫টি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (Madhyamik Geography MCQ, SAQ) তোমাদের জন্য শেয়ার করলাম। 


১) 'ভারতের জরিপ সংস্থা'-র প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?

উওরঃ দেরাদুন।

২) একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম লেখো।

উওরঃ ইউরেনিয়াম।

৩) দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কী?

উওরঃ গোদাবরী।

৪) মরা জোয়ার কোন্ তিথিতে দেখা যায়?

উওরঃ অষ্টমী তিথিতে।

৫) 'দক্ষিণে'র ধানের ভাণ্ডার কাকে বলে?

উওরঃ কৃষ্ণা গোদাবরী বদ্বীপকে।

৬) রডোডেনড্রন কোন অরণ্যের উদ্ভিদ?

উওরঃ আলপিও।

৭) কোলকাতার জীবনরেখা কাকে বলে?

উওরঃ মেট্রোরেলকে।

৮) ভারত-আফগানিস্তানের সীমারেখা কী নামে পরিচিত?

উওরঃ ডুরাল্ড লাইন।

৯) ISRO এর সম্পূর্ণ নাম কী?

উওরঃ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন।

১০) ভারতের একটি শুল্কমুক্ত বন্দরের নাম লেখো। 

উওরঃ কান্ডালা।


১১) কোন পদ্ধতিতে ভারতে সবচেয়ে বেশি জলসেচ হয়?

উওরঃ নল ও লনকূপ।

১২) ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি?

উওরঃ উলার হ্রদ।

১৩) কোন সময় ভারতে পশ্চিমী ঝঞ্জা দেখা যায়?

উওরঃ শীতকাল।

১৪) ভারতের উন্নয়নের জীবনরেখা' বলা হয় কোন্ পরিবহন পথকে?

উওরঃ জলপথকে।

১৫) ভারতের একটি ভূসমলয় উপগ্রহের (Geostationary) নাম লেখো।

উওরঃ ইনস্যাট-1

১৬) বর্জ্য ব্যবস্থাপনার প্রথম ধাপটির নাম লেখো।

উওরঃ বর্জ্য পৃথিকীকরণ।

১৭)কোন দেশকে বলা হয় 'The land of fiords'? 

উওরঃ নরওয়ে।

১৮) মরু অঞ্চলের শুষ্ক নদীখাতকে কী বলে? 

উওরঃ ওয়াদি।

১৯) শিল্পের বায়ুকে শোধনের জন্য প্রচলিত পদ্ধতিকে কী বলে? 

উওরঃ স্ক্রাবার।

২০) প্লাস্টিক কোন ধরনের বর্জ্য? 

উওরঃ জৈব অভঙ্গুর।


২১) দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি? 

উওরঃ গোদাবরী।

২২) ভারতের কোন রাজ্য কফি উৎপাদনে প্রথম? উওরঃ কর্ণাটক।

২৩) কোন শিল্পকে 'উদীয়মান শিল্প' বলা হয়?

উওরঃ পেট্রোরসায়ন।

২৪) ভারতের একটি শুল্কমুক্ত বন্দরের নাম লেখো।

উওরঃ কান্ডালা।

২৫) জৈব ভঙ্গুর বর্জ্য কোন্ রঙের পাত্রে ফেলা উচিত?

উওরঃ সবুজ রঙ্গের।

২৬) আন্দামান দ্বীপপুঞ্জের জীবন্ত আগ্নেয়গিরির নাম কী?

উওরঃ ব্যারেন।

২৭) দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে কী বলে?

উওরঃ দোয়াব।

২৮) দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলে কোন ধরনের মৃত্তিকা দেখা যায়?

উওরঃ কৃষ্ণ মৃওিকা।

২৯) ভারতের ডেট্রয়েট কোন শহরকে বলে?

উওরঃ চেন্নাইকে।

৩০) ভারতের সর্বাধিক ইক্ষু উৎপাদক রাজ্য কোন্টি?

উওরঃ উওরপ্রদেশ।


৩১)FCC-এর পুরো কথাটি কী?

উওরঃ ফলস কালার কম্পোজিট।

৩২) পৃথিবীর গভীরতম গিরিখাত কোনটি?

উওরঃ এল ক্যানক দ্য কলকা।

৩৩) পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড়ের নাম কী?

উওরঃ টর্নেডো।

৩৪) কোন্ তিথিতে ভরা জোয়ার সবচেয়ে বেশি শক্তিশালী হয়?

উওরঃ অমাবস্যা তিথিতে।

৩৫) সমুদ্রের মধ্যভাগে সৃষ্ট স্রোতবিহীন জলাবর্ত কী নামে পরিচিত?

উওরঃ গায়র।

৩৬),একটি বৈদ্যুতিন বর্জ্যের নাম লেখো।

উওরঃ ভাঙ্গা ফোন।

৩৭)কর্ণাটকের কোন জেলা ভারতের বৃহত্তম কফি উৎপাদক জেলা?

উওরঃ চিকমাগালুর।

৩৮)উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক কী?

উওরঃ পিক্সেল।

৩৯)ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ কোনটি?

উওরঃ NH44

৪০) হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সৃষ্ট ফাটলকে কী বলে?

উওরঃ বার্গস্রুন্ড।


৪১) একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্যের উদাহরণ দাও.

উওরঃ ইনজেকশন সিরিঞ্জ।

৪২) 'দক্ষিণ ভারতের গঙ্গা' কোন্ নদীকে বলা হয়?

উওরঃ কাবেরী।

৪৩) ভারতের গম গবেষণাগারটি কোথায় অবস্থিত?

উওরঃ দিল্লির পুষায়।

৪৪) গঙ্গা নদীর প্রবাহের কোন অংশে সর্বাধিক দূষণ দেখা যায়? 

উওরঃ নিম্ন প্রবাহে।

৪৫) ভারতের একটি জায়িদ ফসলের নাম লেখো।

উওরঃ আউস ধান, তরমুজ।

৪৬) ভারতের কোন রাজ্য বৃষ্টির জল সংরক্ষণে সর্বাধিক অগ্রণী?

উওরঃ তামিলনাড়ু।

উওরঃ স্ট্যাটোস্ফিয়ার।

৪৭)পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতমi গিরিপথটির নাম কী?

উওরঃ পালঘাট।

৪৮)কেরালার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কী বলে?

উওরঃ কয়াল।

৪৯)ভারতের জরিপ সংস্থা'র প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?

উওরঃ দেরাদুন।


৫০)প্লাস্টিক কোন্ ধরনের বর্জ্য?

উওরঃ জৈব অভঙ্গুর।

৫১) কোন্ সড়কপথের মাধ্যমে দিল্লী, মুম্বাই, চেন্নাই ও কলকাতা যুক্ত হয়েছে?

উওরঃ সোনালী চতুর্ভুজ।

৫২) ভারতের বৃহত্তম বাঁধ কোন্ নদীর উপর নির্মিত হয়েছে?

উওরঃ শতদ্রু।

৫৩) পার্বত্য অঞ্চলে প্রধান ক্ষয় প্রক্রিয়াটির নাম লেখো।

উওরঃ জলপ্রবাহ ক্ষয়।

৫৪) সূর্য, পৃথিবী ও চন্দ্রের সরলরৈখিক অবস্থানকে কী বলে?

উওরঃ সিজিগি।

৫৫) পেনগঙ্গা, মঞ্জিরা কোন্ নদীর উপনদী?

উওরঃ গোদাবরী।

৫৬) মুম্বাই ও পুনের মাঝে কোন্ গিরিপথ আছে?

উওরঃ ভোরঘাট।

৫৭) নেতাজী সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর ভারতের কোথায় অবস্থিত?

উওরঃ কলকাতা।

৫৮) সাহারায় বালুকাময় মরুভূমি কী নামে পরিচিত?

উওরঃ আর্গ

৫৯) ভারত ও চীনের মধ্যে অবস্থিত সীমারেখার নাম কী উওরঃ ম্যাকমোহন লাইন।

৬০) গঙ্গা অ্যাকশন প্ল্যান কবে চালু করা হয়?

উওরঃ ১৯৮৬ তে।

৬১) কোন ফসল কে তৃষ্ণার্ত ফসল বলা হয়?

উওরঃ ধান।

৬২) ভারতের কেন্দ্রীয় ধান গবেষণাগার কেন্দ্র কোথায় রয়েছে?

উওরঃ দিল্লির পুসায়।

৬৩) কোন এককে ওজন স্তরের ঘনত্ব মাপা হয়?

উওরঃ ডবসন।

৬৪) কার্পাস চাষের জন্য কোন মৃত্তিকা উপযুক্ত?

উওরঃ রেগুর মৃত্তিকা।

৬৫) কোন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বলা হয়?

উওরঃ ওজোন স্তরকে।



Tags : মাধ্যমিক ভূগোল ছোট প্রশ্ন উত্তর ২০২৫ | মাধ্যমিক ভূগোল MCQ,SAQ সাজেশন 2025 | Madhyamik Geography MCQ, SAQ Suggestion 2025 | WB Class 10 Geography Short Questions Answers 2025

1 Comments

Post a Comment

Previous Post Next Post